পদ্মা সেতু উদ্বোধনে গিয়ে ট্রলার উল্টে ছাত্রলীগ নেতা নিখোঁজ

| রবিবার , ২৬ জুন, ২০২২ at ৬:০৮ পূর্বাহ্ণ

পদ্মা সেতু উদ্বোধন অনুষ্ঠান দেখতে গিয়ে ফেরার পথে ট্রলার উল্টে ভোলার এক ছাত্রলীগ নেতা নিখোঁজ হয়েছেন। নিখোঁজ আল আফছার তামিম (২৬) ভোলার চরফ্যাশন সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক। চরফ্যাশন পৌরসভার এ কে এম মজির উদ্দিনের ছেলে তিনি। খবর বিডিনিউজের।

শনিবার দুপুরে পদ্মায় মাওয়া ঘাটের কাছে তিনি নিখোঁজ হন বলে মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেব জানান। চরফ্যাশন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এনামুল আহসান আসিফ বলেন, পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে চরফ্যাশন থেকে শুক্রবার বিকেলে রওনা হন তারা।

উপজেলা আওয়ামী লীগ নেতাকর্মীরা ছিলেন তাদের সঙ্গে। তারা তাসরিফ-৪ লঞ্চে করে পদ্মা সেতু উদ্বোধন স্থলে যান। উদ্বোধন শেষে চরফ্যাশন উপজেলা ছাত্রলীগ সভাপতিসহ ছয়জন ঢাকা যাওয়ার জন্য কাঁঠালবাড়ি ঘাট থেকে ট্রলারে পদ্মা পাড়ি দিচ্ছিলেন। পথে মাওয়া ঘাটে পৌঁছানোর একটু আগে স্রোতে ট্রলার উল্টে যায়।

আশপাশের ট্রলার ও স্পিডবোট এসে পাঁচজনকে উদ্ধার করে। নিখোঁজ থাকেন আফছার তামিম। তামিমকে উদ্ধারের চেষ্টা চলছে বলে পুলিশ কর্মকর্তা সুমন দেব জানিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধবন্যা দুর্গত ৫ শতাধিক পরিবারকে ত্রাণ দিলেন বোয়ালখালী যুবলীগ
পরবর্তী নিবন্ধসন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গড়তে সামাজিক ও রাষ্ট্রীয় পদক্ষেপ দরকার