রাঙ্গুনিয়ায় লোকালয় থেকে অজগর উদ্ধার

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শনিবার , ২৫ জুন, ২০২২ at ৮:০২ অপরাহ্ণ

রাঙ্গুনিয়ায় লোকালয় থেকে একটি অজগর সাপ উদ্ধার করেছে বনবিভাগ।

আজ শনিবার (২৫ জুন) বিকাল ৪টার দিকে উপজেলার স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আন্ন সিকদার পাড়া এলাকা থেকে সাপটি উদ্ধার করা হয়।

সাপটির দৈর্ঘ্য ১০ ফুট ৫ ইঞ্চি ও ওজন ১০ কেজি।

বনবিভাগের রাঙ্গুনিয়া রেঞ্জের কোদালা বিট কর্মকর্তা নবীন ধর বলেন, “স্থানীয় লোকজন লোকালয়ে অজগর সাপটি দেখে আমাদের খবর দেয়। সাপটি শেখ রাসেল অ্যাভিয়ারি এন্ড ইকোপার্কে নিয়ে আসা হয়েছে। সাপটির শারীরিক অবস্থা দেখে কাপ্তাই জাতীয় উদ্যানে ছেড়ে দেয়া হবে।”

পূর্ববর্তী নিবন্ধকরোনায় ৩ মৃত্যু
পরবর্তী নিবন্ধপদ্মা সেতুতে মানুষের ঢল