চার মাসের মধ্যে একদিনে সর্বোচ্চ কোভিড রোগী পেল ভারত

| শনিবার , ২৫ জুন, ২০২২ at ১০:৫৯ পূর্বাহ্ণ

ভারতে কোভিড-১৯ রোগীর সংখ্যা আবার বাড়তে শুরু করেছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় সেখানে ১৭ হাজার ৩৩৬ জন করোনাভাইরাস রোগী শনাক্ত হয়েছে। গতকাল শুক্রবার সকালে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় নতুন রোগী শনাক্তের এ তথ্য দিয়েছে। খবর বিডিনিউজের।

রয়টার্সের টালি অনুযায়ী, চলতি বছরের ২০ ফেব্রুয়ারির পর থেকে ভারতে একদিনে সর্বোচ্চ সংখ্যক রোগী শনাক্তের ঘটনা এটি।

ভারতের সবচেয়ে ধনী রাজ্য মহারাষ্ট্রে বুধবার ৫২০০ নতুন রোগী শনাক্ত হয়েছে বলে রাজ্যটির কর্তৃপক্ষ জানিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধধরাশায়ী জনসন, দলের চেয়ারম্যানের পদত্যাগ
পরবর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রে বন্দুক নিয়ন্ত্রণ বিল পাস