শ্রীলংকা কেবল জ্বালানি, গ্যাস, বিদ্যুৎ আর খাদ্য ঘাটতিই নয়, তার চেয়েও এখন আরও মারাত্মক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। দেশের অর্থনীতি ‘পুরোপুরি ধসে পড়েছে’। বুধবার শ্রীলংকার পার্লামেন্টে প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে এমন কথাই বলেছেন বলে জানিয়েছে ‘সিলোন টুডে’।
বিক্রমাসিংহে বলেন, সমস্যার সমাধান করতে হলে দেশকে প্রথমেই বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংকটের সমাধান করতে হবে। অর্থনীতি পুরোপুরি ধসে পড়া একটি দেশকে আবার সচল করা খুব সহজ কাজ নয় উল্লেখ করে তিনি বলেন, শুরুতেই যদি অন্তত অর্থনীতির ধস শ্লথ করতে পদক্ষেপ নেওয়া যেত, তাহলে আজ দেশকে এই কঠিন পরিস্থিতিতে পড়তে হত না। খবর বিডিনিউজের। কিন্তু আমরা সেই সুযোগ হারিয়ে ফেলেছি।
এখন আমরা অর্থনীতিতে ধস একেবারে তলানিতে গিয়ে ঠেকতে পারে এমন লক্ষণই দেখতে পাচ্ছি। তবে যা হোক, আমাদেরকে পরিস্থিতি থেকে বের হয়ে আসতেই হবে। তা না হলে আমরা দেশের অন্য যে কোনও সমস্যার সমাধান খুঁজে পেতে ব্যর্থ হব। প্রধানমন্ত্রী জানান সমপ্রতি সিলোন পেট্রোলিয়াম করপোরেশনের বিপুল পরিমাণ ঋণ রয়েছে। ফলে বিশ্বের কোনও দেশ কিংবা সংগঠন আর শ্রীলংকাকে জ্বালানি দিতে চাইছে না। তারা এমনকী নগদ অর্থের বিনিময়েও জ্বালানি দিতে ইচ্ছুক না।