টানা দ্বিতীয় জয় পাওয়া চট্টগ্রাম আজ খেলবে সেনাবাহিনীর বিপক্ষে

বঙ্গবন্ধু জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্ব

ক্রীড়া প্রতিবেদক | শুক্রবার , ২৪ জুন, ২০২২ at ৭:০১ পূর্বাহ্ণ

বাংলাদেশ ফুটবল ফেডারেশন আয়োজিত বঙ্গবন্ধু জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালের পথে এক পা এগিয়ে রেখেছে চট্টগ্রাম জেলা দল। টুর্নামেন্টের চূড়ান্ত পর্বে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে চট্টগ্রাম। কুষ্টিয়া জেলা দলকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে টুর্নামেন্টের চূড়ান্ত পর্ব শুরু করা চট্টগ্রাম দ্বিতীয় ম্যাচেও পেয়েছে দারুন এক জয়। মাদারীপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে চট্টগ্রাম জেলা দল ৩-০ গোলে কুমিল্লা জেলা দলকে পরাজিত করে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে। এই জয়ের ফলে দুই ম্যাচের দুটিতেই জিতে ৬ পয়েন্ট লাভ করেছে চট্টগ্রাম জেলা দল। বাকি রয়েছে দুটি ম্যাচ। এই দুই ম্যাচের অন্তত একটিতে ড্র করলে সেমিফাইনালে চলে যাবে চট্টগ্রাম জেলা দল।

টুর্নামেন্টের প্রথম পর্ব থেকে এ পর্যন্ত দারুন দলগত ফুটবল খেলছে চট্টগ্রাম জেলা দল। বিশেষ করে চূড়ান্ত পর্বে যেন অপ্রতিরোধ্য হয়ে উঠেছে চট্টগ্রাম জেলা দল। গতকাল দুই গোল করে চট্টগ্রামের জয়ে বড় ভূমিকা রেখেছেন আইয়ুব সোহেল। খেলার প্রথমার্ধে ১-০ গোলে এগিয়েছিল চট্টগ্রাম জেলা দল। শুরু থেকেই প্রতিপক্ষের উপর চাপ সৃষ্টি করে খেলতে থাকা চট্টগ্রাম জেলা দল এগিয়ে যেতে পারতো ১২ মিনিটে। কিন্তু বোরহানের শট গোলবারে লেগে ফিরে এলে হতাশ হতে হয় চট্টগ্রামকে। তবে খেলার ৩৮ মিনিটে ঠিকই গোল আদায় করে নেয় চট্টগ্রাম। সায়মন গোল করে এগিয়ে দেয় চট্টগ্রামকে। প্রথমার্ধে আর গোল করতে পারেনি চট্টগ্রাম। ফলে ১-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায়।

বিরতি থেকে ফিরে আরো অপ্রতিরোধ্য হয়ে উঠে চট্টগ্রাম জেলা দল। বাড়াতে থাকে আক্রমনের ধার। সে সুবাদে খেলার ৬০ মিনিটে ব্যবধান দ্বিগুন করে চট্টগ্রাম। এবার গোলদাতা আইয়ুব সোহেল। সে গোলের রেশ কাটতে না কাটতে নিজের দ্বিতীয় এবং দলের পক্ষে তৃতীয় গোল করেন আইয়ুব সোহেল। খেলা ৬৮ মিনিটে গোল করে দলকে ৩-০ গোলে এগিয়ে দেন এই স্ট্রাইকার। শেষ পর্যন্ত সে তিন গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে চট্টগ্রাম জেলা দল। এখন চট্টগ্রামকে সেমিফাইনাল নিশ্চিত করতে হলে আর একটি মাত্র পয়েন্ট দরকার। দুই ম্যাচ থেকে একটি পয়েন্ট পেলেই সেমিফাইনালে জায়গা করে নেবে চট্টগ্রাম। তবে সে রকম কিছু ভাবছেনা চট্টগ্রাম।

তাদের লক্ষ্য প্রতিটি ম্যাচেই নিজেদের সেরাটা দিয়ে খেলা। বাকি দুই ম্যাচে চট্টগ্রামের প্রতিপক্ষ সিলেট জেলা দল এবং বাংলাদেশ সেনাবাহিনী। এই দুই ম্যাচেও নিজেদের সেরাটা দিয়ে খেলতে চান বলে জানিয়েছেন দলের ম্যানেজার সালাউদ্দিন জাহেদ। আজ শুক্রবার নিজেদের তৃতীয় ম্যাচে বাংলাদেশ সেনাবাহিনী দলের মোকাবেলা করবে চট্টগ্রাম। এরই মধ্যে সেনাবাহিনী দল তিন ম্যাচ খেলে ফেলেছে। তিন ম্যাচের দুটিতে জিতেছে। হেরেছে একটি ম্যাচে। তিন ম্যাচে সেনাবাহিনী দলের সংগ্রহ ৬ পয়েন্ট। এই ম্যাচটি ড্র করলেই চট্টগ্রামের সেমিফাইনাল নিশ্চিত।

পূর্ববর্তী নিবন্ধমালয়েশিয়াকে ৬ গোলে হারালো বাংলাদেশের মেয়েরা
পরবর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ২৩.২৪ কোটি টাকা