পটিয়ার লাখেরায় ধুতাঙ্গ সাধক ধর্ম রত্ন থের

| শুক্রবার , ২৪ জুন, ২০২২ at ৬:৩২ পূর্বাহ্ণ

পটিয়ার লাখেরা গ্রামে গতকাল বৃহস্পতিবার ঘুরে গেলেন রাঙামাটির পার্বত্য জেলার নানিয়ার চর উপজেলাধীন ভুইয়াদাম মহাসতিপট্‌ঠান ধুতাঙ্গ অরন্য সাধনা কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক ধর্মরত্ন থের (ধুতাঙ্গ ভান্তে)।

লাখেরা গ্রামের প্রয়াত সমাজ হিতৈষী আশুতোষ বড়ুয়ার সহধর্মিনী পূন্যশীলা প্রয়াত খনা রানী বড়ুয়ার ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাড়ি প্রাঙ্গণে অনুষ্ঠিত তাদের পুত্র, কন্যা, জামাতা, পুত্রবধূ, নাতি, নাতনী ও পরিবারের অপরাপর সদস্যদের প্রার্থনায় তিনি লাখেরা আসেন। সকাল ৭টায় তিনি শুভাগমন এবং পিন্ডাচরন করেন।

এরপর সকাল ৯টায় তিনি প্রয়াত খনা রানী বড়ুয়ার পুণ্যস্মৃতি স্মরণে অনুষ্ঠিত বুদ্ধমূর্তি দান, অস্ট উপকরণ সহ সংঘদান উপস্থিত হয়ে সুত্র পাঠ ও সদ্ধর্ম দেশনা প্রদান করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় সড়কে আহতের ৭ দিন পর কিশোরের মৃত্যু
পরবর্তী নিবন্ধজলাবদ্ধতা নিরসনে চসিক ও সিডিএ ব্যর্থতার দায় এড়াতে পারে না