আওয়ামী লীগ জন্মে ও কর্মে সফল একটি দলের নাম

প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় ভূমিমন্ত্রী

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২৪ জুন, ২০২২ at ৬:১৯ পূর্বাহ্ণ

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি বলেছেন, বিশেষ একটি মুহূর্তে আওয়ামী লীগের জন্ম। পাকিস্তান সৃষ্টির সাথে আমাদের ভাষা ও সংস্কৃতির প্রতি পশ্চিম পাকিস্তানের অবজ্ঞা ও অর্থনৈতিক বৈষম্য দেখে সেদিন পূর্ব বাংলার জনগণকে বঙ্গবন্ধু বুঝাতে সক্ষম হন পশ্চিম পাকিস্তানিরা কখনোই আমাদের অধিকারের প্রতি শ্রদ্ধাশীল নয়। তিনি তার স্বপ্নের স্বাধীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ৬৬ এর ৬ দফা দিয়ে জাতিকে বৃহত্তর ঐক্যের পথে নিয়ে আসেন। ৭০ এর নির্বাচনে জয়লাভ করে বাঙালিদের কাছে ক্ষমতা হস্তান্তর না করায় জনরোষে দিশেহারা পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে ৭১ এর ৭ মার্চ রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু ঘোষণা করেন- এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।

বঙ্গবন্ধু বাংলাদেশ দিয়েছেন। তিনি বলেন, আওয়ামী লীগ জন্মে ও কর্মে সফল একটি দলের নাম। জন্মলগ্ন থেকে বঙ্গবন্ধু, আওয়ামী লীগ ও শেখ হাসিনার হাত ধরেই এদেশের সব অর্জন এসেছে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৩টায় চট্টগ্রাম প্রেসক্লাব বঙ্গবন্ধু হলে আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেন, আওয়ামী লীগ সংগ্রামে বিজয়ে গৌরবে ৭৩ বছর পার করেছে। এই উপমহাদেশে এই দলের বিশাল বিশাল অর্জন বিশ্বে রেকর্ড সৃষ্টি করেছে। আওয়ামী লীগ টিকে থাকলে বাংলাদেশ টিকে থাকবে। দেশ শক্তিশালী করতে হলে আওয়ামী লীগকেও শক্তিশালী করে তুলতে হবে।

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন দক্ষিণ জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আবুল কালাম চৌধুরী, এম এ সাইদ, এস এম আবুল কালাম, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবু সুফিয়ান, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মির্জা কছির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট জহির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক প্রদীপ দাশ, মোছলেহ উদ্দিন মনসুর, দপ্তর সম্পাদক আবু জাফর, শিক্ষা সম্পাদক বোরহান উদ্দিন এমরান, প্রচার সম্পাদক নুরুল আবছার চৌধুরী, তথ্য সম্পাদক আবদুল কাদের সুজন, স্বাস্থ্য সম্পাদক ডা. তিমির বরণ চৌধুরী, কৃষি সম্পাদক অ্যাডভোকেট আবদুর রশিদ, ধর্ম সম্পাদক আবদুল হান্নান চৌধুরী মঞ্জু, বন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মুজিবুল হক, উপ-দপ্তর সম্পাদক ও ইউপি চেয়ারম্যান বিজয় কুমার বড়ুয়া, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেব সিআইপি, বোয়ালখালী উপজেলা চেয়ারম্যান মো. নুরুল আলম, কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক হায়দার আলী রনি প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধআওয়ামী লীগ মানেই জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন
পরবর্তী নিবন্ধফেব্রিক্স-রাসায়নিক পদার্থসহ ৭৭ লট পণ্যের নিলাম ৩০ জুন