আওয়ামী লীগ মানেই জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন

বর্ণাঢ্য আয়োজনে নগরে ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২৪ জুন, ২০২২ at ৬:১৮ পূর্বাহ্ণ

ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও জাঁকজমকপূর্ণভাবে চট্টগ্রামে দলের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে মহানগর আওয়ামী লীগ। গতকাল বৃহস্পতিবার দুপুরের পর থেকেই পুরাতন রেল স্টেশন চত্বরে দলের প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশস্থলে নগরীর ১৫টি থানা, ৪৩টি সাংগঠনিক ওয়ার্ডের নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন নিয়ে মিছিল সহকারে উপস্থিত হতে শুরু করেন। সভা শুরুর আগেই পুরো এলাকা দলের নেতাকর্মীদের উপস্থিতিতে পরিপূর্ণ হয়ে যায়।

সভায় বক্তারা বলেন, আজ পর্যন্ত বাঙালি জাতি সত্ত্বার সব মহতি অর্জন আওয়ামী লীগের মাধ্যমে অর্জিত হয়েছে। তাই আওয়ামী লীগ মানেই জনগণের আশা আকাঙ্ক্ষার বাস্তব প্রতিফলন। মানুষের চোখের ভাষা বুঝে রাজনীতি করে বলে এই দলটি সবসময় সফলতার পরিচয় দিয়েছে। জনগণ এখনো মনে করে এদেশ, আওয়ামী লীগ ও শেখ হাসিনার হাতেই নিরাপদ।

সভাপতির বক্তব্যে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেছেন, আওয়ামী লীগের প্রতিষ্ঠার মধ্য দিয়ে এদেশের মানুষের সার্বিক অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। একটি অপশক্তি বেশি অরাজকতা ও নাশকতার মহড়া দিচ্ছে। জনগণের সাথে এদের কোনো সম্পর্ক নেই। এদের জন্ম ক্যান্টনমেন্টে। তাই এদের কোনো রাজনৈতিক পরিচয় নেই। এরা অতীতে অবৈধ পন্থায় ক্ষমতায় এসেছে এবং ক্ষমতা কুক্ষিগত করতে সাধারণ মানুষের স্বার্থকে বিসর্জন দিয়েছে। মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, আওয়ামী লীগ প্রতিষ্ঠার মাধ্যমেই স্বাধীন বাঙালি জাতিসত্তার বীজ বপিত হয়। ১৯৭১ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের মাধ্যমে সেই বীজ থেকেই বাংলাদেশ নামক বিশাল মহিরোহের উত্থান হয়। এই উত্থানের প্রতিপক্ষ অপশক্তি কখনো বাংলাদেশ নাম রাষ্ট্র মেনে নিতে পারেনি। তাদের পাকিস্তানি প্রেতাত্মারা ইতিহাস বিকৃতির মাধ্যমে বাংলাদেশের নতুন প্রজন্মের কাছে বিভ্রান্তির চোরা বালিতে ডুবিয়েছে। মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী বলেন, পদ্মাসেতু আত্মমর্যাদা ও গৌরবের প্রতীক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন সাহসী নেত্রী হিসেবে বিশ্বনন্দিত এবং তিনি প্রমাণ করেছেন কোনো কিছুই অসম্ভব নয়।

মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাছান মাহমুদ হাসনীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সহ-সভাপতি নঈম উদ্দিন চৌধুরী, অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, এম জহিরুল আলম দোভাষ, যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম, কোষাধ্যক্ষ আবদুচ ছালাম, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, শফিক আদনান, প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুক, দপ্তর সম্পাদক হাসান মাহমুদ সমশের, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, যুব ও ক্রীড়া সম্পাদক দিদারুল আলম চৌধুরী, নির্বাহী সদস্য কামরুল হাসান বুলু, অ্যাড. কামাল উদ্দিন আহমেদ, আবদুল লতিফ টিপু, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. জিয়া উদ্দিন, মহানগর যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকা, মহানগর তাঁতী লীগের সভাপতি নুরুল আমিন মানিক প্রমুখ।

প্রাথমিক সদস্য হলেন স্বেচ্ছাসেবক লীগের তিন নেতা : সভায় মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক এইচ এম জিয়াউদ্দিন ও যুগ্ম আহ্বায়ক কেবিএম শাহজাহান ও মো. সালাহ উদ্দিনকে আওয়ামী লীগের প্রাথমিক সদস্য করেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী।

পূর্ববর্তী নিবন্ধচান্দগাঁওয়ে হাতির দাঁতসহ আটক ২
পরবর্তী নিবন্ধআওয়ামী লীগ জন্মে ও কর্মে সফল একটি দলের নাম