দেশে কোরবানির পশু চাহিদার চেয়ে ২৪ লাখ বেশি

| শুক্রবার , ২৪ জুন, ২০২২ at ৬:০৩ পূর্বাহ্ণ

কোরবানির জন্য দেশে ৯৭ লাখ পশুর চাহিদার বিপরীতে এক কোটি ২১ লাখ প্রাণী রয়েছে জানিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, এ কারণে এবার কোরবানির পশুর কোনো সঙ্কট হবে না। গতকাল বৃহস্পতিবার প্রাণিসম্পদ অধিদপ্তরের সম্মেলন কক্ষে কোরবানির পশুর চাহিদা নিরূপণ, সরবরাহ ও অবাধ পরিবহন নিশ্চিতকরণ সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভায় তিনি এ তথ্য জানান। খবর বিডিনিউজের।

তিনি বলেন, কোরবানির হাটে স্বাস্থ্যবিধি অনুসরণ করা হবে। রোগগ্রস্ত কোনো পশু হাটে বিক্রি করতে দেওয়া হবে না।

প্রাণিসম্পদ অধিদপ্তরের হিসাবে, দেশে মোট ৬ লাখ ৮১ হাজার ৫৩২ জন খামারির কাছে এক কোটি ২১ লাখ ২৪ হাজার ৩৮৯টি পশু রয়েছে। আর কোরবানির পশুর সম্ভাব্য চাহিদা ৯৭ লাখ ৭৫ হাজার ৩২৫টির।

কোরবানিযোগ্য পশুর মধ্যে ৪৪ লাখ ৩৭ হাজার ৮৯৭টি গরু, ১ লাখ ৭৩ হাজার ৫০৪টি মহিষ, ৬৫ লাখ ৭৩ হাজার ৯১৫টি ছাগল, ৯ লাখ ৩৭ হাজার ৬৮২টি ভেড়া এবং অন্যান্য পশু আছে ১ হাজার ৪০৯টি। প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, কোনো খামারি নিজ বাড়ি থেকে এনে পশু বিক্রি করলে তাকে হাসিল দিতে হবে না। কোনো খামারি তার পশু দূরবর্তী হাটে নিতে চাইলে, রাস্তাঘাটে জোর করে নামাতে বাধ্য করা যাবে না।

পূর্ববর্তী নিবন্ধচকরিয়ায় হত্যা মামলার আসামি ডাকাত সর্দার গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধ২৯ জুন থেকে নগরে ব্যাংকের ৫ শাখায় মিলবে নতুন নোট