বাংলাদেশ শিপিং এজেন্টস এসোসিয়েশনের ৪৫তম বার্ষিক সাধারণ সভা গত ২০ জুন সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে। এসোসিয়েশনের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ আরিফের সভাপতিত্বে সভায় এসোসিয়েশনের ৪৩তম এবং ৪৪তম বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী, ২০২১ সালের বার্ষিক প্রতিবেদন এবং ২০২১ সালের এসোসিয়েশনের নিরীক্ষিত হিসাব গৃহীত হওয়াসহ এসোসিয়েশনের ২০২২ সালের বার্ষিক হিসাব নিরীক্ষার জন্য অডিট ফার্ম নিয়োগের সিদ্ধান্ত গৃহীত হয়।
সৈয়দ মোহাম্মদ আরিফ এসোসিয়েশনের ২০২১ সালের কর্মকাণ্ড এবং অর্জনসমূহ সংক্ষিপ্ত আকারে সভায় পেশ করেন। তিনি বক্তব্যে এসোসিয়েশনের জন্য একটি স্থায়ী অফিস স্থাপনের বিষয়ে সভাকে জানান।
সভায় পরিচালনা পর্ষদের সদস্য এবং সদস্য শিপিং এজেন্টসমূহের প্রতিনিধিগণ শিপিং এজেন্টদের কাজের সাথে সংশ্লিষ্ট বিষয়সমূহ আলোচনা করেন এবং বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় উপস্থিত সদস্য এজেন্টদের প্রতিনিধিগণ এসোসিয়েশনের কাজে সার্বিক সহযোগিতা প্রদানে আশাবাদ ব্যক্ত করেন।
সভায় এসোসিয়েশনের এডভাইজারি বোর্ডের সদস্য মোহাম্মদ এ. মালেক, আমিরুল ইসলাম চৌধুরী মিজান, আহসানুল হক চৌধুরী, বেলায়েত হোসেন, কিউ. এ. নাঈম, সিনিয়র ভাইস-চেয়ারম্যান সৈয়দ ইকবাল আলী শিমুল, ভাইস-চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিন খান, পরিচালনা পর্ষদের সদস্য মোহাম্মদ ওসমান গণি চৌধুরী, মামুনুর রশিদ, ক্যাপ্টেন সৈয়দ সোহেল হাসনাত, মোহাম্মদ শফিকুল আলম জুয়েল, এস. এম. মাহবুবুর রহমান, শামসুদ্দিন আহমেদ চৌধুরী মিনার, মো. সাজ্জাদুর রহমান, মো. নজরুল ইসলাম, মুনতাসীর রুবাইয়াত, মুহাম্মদ জিয়াউল কাদের, এস. এম. এনামুল হক, মোহাম্মদ আসিফ ইফতেখার হোসাইন, নাজমুল হক, তানজিল আহমেদ রুহুল্লাহ, শহিদুল মোস্তফা চৌধুরী, রফিকুল আনোয়ার বাবু, মোহাম্মদ আসলামসহ এসোসিয়েশনভুক্ত প্রতিষ্ঠান সমূহের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। বার্ষিক সাধারণ সভার পর নৈশ ভোজ, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানসহ র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।