নালা ও ফুটপাত থেকে দুই শতাধিক স্থাপনা উচ্ছেদ

বায়েজিদে ১৮ দোকানদারকে ৭১ হাজার টাকা জরিমানা

আজাদী প্রতিবেদন | বুধবার , ২২ জুন, ২০২২ at ১০:৫৮ পূর্বাহ্ণ

নগরীর বায়েজিদ বোস্তামী সড়কের উভয় পাশের ফুটপাত ও নালা দখল করে অবৈধভাবে গড়ে তোলা দুই শতাধিক দোকান ও স্থাপনা উচ্ছেদ করা হয়। এসময় দোকানের বর্ধিত অংশ রাস্তার উপর নির্মাণ এবং ফুটপাত ও রাস্তায় মালামাল রেখে জনসাধারণের চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে ১৮ দোকানদারকে ৭১ হাজার টাকা জরিমানা করা হয়।

গতকাল মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ উচ্ছেদ অভিযান চলে। এতে নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী।

অপর এক অভিযানে চসিকের স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজনের নেতৃত্বে লালখান বাজার থেকে ওয়াসা, কাজির দেউড়ি রোড ও কে বি ফজলুল কাদের রোডের ফুটপাত থেকেও অবৈধ দোকান উচ্ছেদ করা হয়। এসময় এক ব্যবসায়ীকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।

পূর্ববর্তী নিবন্ধবিশ্ব হাইড্রোগ্রাফি দিবস পালন
পরবর্তী নিবন্ধসংবাদ মাধ্যমের সঙ্গে ‘কথা বলা বারণ’ এনবিআর কর্মকর্তাদের