চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে দেশনেত্রী বেগম খালাদা জিয়া বিদেশে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত। বেগম খালেদা জিয়া সারাটা জীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন। এদেশের মানুষের স্বাধীনতা-সার্বভৌমত্ব মানুষের অধিকার রক্ষা করবার জন্য ত্যাগ স্বীকার করেছেন। স্বৈরাচারের হাত থেকে গণতন্ত্র উদ্ধার করেছেন। আজ আমাদের সেই নেত্রী এই ফ্যাসিস্ট সরকারের প্রতিহিংসা শিকার। তার উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাওয়া অত্যন্ত জরুরি কিন্তু বাধা একমাত্র এই অবৈধ সরকার।
গতকাল বাদ যোহর ২২নং এনায়েত বাজার ওয়ার্ড বিএনপি স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ডা. শাহাদাত হোসেন আরো বলেন, আমরা এখনো আশা করছি সরকারের শুভবুদ্ধির উদয় হবে। তিন তিনবারের প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে উন্নত চিকিৎসার জন্য পাঠাবে।
প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। অবিলম্বে তাকে বিদেশে পাঠিয়ে উন্নত চিকিৎসার ব্যবস্থা করুন। যদি বেগম খালেদা জিয়ার কোন ক্ষতি হয় পরবর্তী দায়-দায়িত্ব সরকারকেই নিতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কামরুল ইসলাম, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খান, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু, সালাউদ্দিন লাতু, আলী আব্বাস, হারুন আল রশিদ, মঈনুদ্দিন রাশেদ, হারুনুর রশিদ, আলী মর্তুজা খান, জমির উদ্দিন নাহিদ, সাজ্জাদ হোসেন, দিদার হোসেন, আব্দুল মান্নান আলমগীর, জাকির হোসেন, আব্দুল মান্নান, মো. হাসান, সাইফুল আলম দিপু, জহির ইসলাম, মো. হাসান, জাহাঙ্গীর আলম, রিয়াজ উদ্দিন রাজু, এন মোহাম্মদ রিমন, মো. দুলাল মিয়া, আব্দুল্লাহ আল হাসান সোনামানিক প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।