আগামীকাল ২৩ জুন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং ২৫ জুন পদ্মাসেতুর উদ্বোধনী অনুষ্ঠান উদযাপন উপলক্ষে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কর্মসূচি ও কার্যক্রম ঘোষণা করেছেন সংগঠনের সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। গতকাল মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবস্থ বঙ্গবন্ধু হলে অনুষ্ঠিত চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি এ কর্মসূচি ঘোষণা করেন।
সভায় তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, সর্বস্তরের মানুষের সম্পৃক্ততাই দলের ভিত্তি ও শক্তি সুদৃঢ় করতে হবে। দলীয় সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম চলমান থাকবে। যারা দলীয় সদস্য হতে আগ্রহী তাদের জন্য সংগঠনের দুয়ার খোলা। সমাজে যাদের গ্রহণযোগ্যতা আছে এবং পরিচ্ছন্ন ইমেজ রয়েছে তাদের তালিকা করে ঘরে ঘরে গিয়ে সদস্যদের উদ্বুুদ্ধ করতে হবে।
মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুুরী বলেন, স্বপ্নের পদ্মাসেতু আমাদের মর্যাদার প্রতীক এবং সর্বোপরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বীরত্তের ফলক। এই পদ্মাসেতু যাতে না হয়, সেজন্য দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র হয়েছে, সে ষড়যন্ত্রের জাল ছিন্ন করে মাননীয় প্রধানমন্ত্রী নিজস্ব অর্থায়নে পদ্মাসেতুর সফল বাস্তবায়ন করেছেন।
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় সভার শুরুতে সীতাকুণ্ড বি.এম কন্টেনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডে এবং সম্প্রতি ভূমি ও পাহাড়ধসে এবং বন্যায় সিলেট, নেত্রকোণা, কিশোরগঞ্জ, রংপুর সহ দেশের বিভিন্ন অঞ্চলে যারা প্রাণ হারিয়েছেন তাদের স্মরণে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়। সভায় সকল সাংগঠনিক ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি/সাধারণ সম্পাদকগণ বক্তব্য রাখেন। কর্মসূচি ঘোষণাকালে আ জ ম নাছির জানান, ২৩ জুন বৃহস্পতিবার বিকেল ৩টায় পুরাতন রেলওয়ে স্টেশন চত্বরে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে গণজমায়েত ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
২৫ জুন শনিবার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক পদ্মসেতুর উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি ডিজিটাল এলইডি টিভি স্ক্রিনের মাধ্যমে চট্টগ্রামের নগরীর নির্দিষ্ট ১০টি স্থান যথাক্রমে- নিউ মার্কেট চত্বর, পুরাতন রেলওয়ে স্টেশন চত্বর, স্টিলমিল বাজার, বাদামতলী মোড়, বড়পুল বঙ্গবন্ধু ভাস্কর্য চত্বর, অলংকার চত্বর, বহদ্দারহাট মোড়, অঙিজেন মোড়, আন্দরকিল্লা মোড় ও জামালখানস্থ ডা. খাস্তগীর স্কুল চত্বরে একযোগে সরাসরি সম্প্রচার করা হবে। উক্ত স্থানগুলোতে সংশ্লিষ্ট ওয়ার্ড, থানা এবং মহানগর নেতৃবৃন্দগণ ব্যানার সহকারে উপস্থিত থাকার জন্য সভায় সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া ২৫ জুন বিকাল ৩টায় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উদ্যোগে পদ্মাসেতু উদ্বোধনোত্তর সমাবেশ ও উদ্দীপনামূলক সাংষ্কৃতিক অনুষ্ঠান হবে। প্রেস বিজ্ঞপ্তি।