দিনেদুপুরে সিএনজিতে ব্যবসায়ীকে জিম্মি করে ছিনতাই

আজাদী প্রতিবেদন | বুধবার , ২২ জুন, ২০২২ at ১০:৩৫ পূর্বাহ্ণ

দিনেদুপুরে নগরের চকবাজার থানার সিরাজউদ্দৌলাহ রোডে চট্টগ্রাম কলেজের পূর্ব গেইটে সিএনজিচালিত অটোরিকশায় ব্যবসায়ীকে জিম্মি করে মোবাইল ও টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। সবকিছু ছিনিয়ে নিয়ে দুই কিলোমিটার দূরে সার্সন রোডে ওই ব্যবসায়ীকে ফেলে দিয়ে যায় তারা। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

ছিনতাইয়ের শিকার ব্যবসায়ী নগরের নূর আহমদ সড়কের এপিক ইত্তেহাদ পয়েন্ট মার্কেট ব্যবসায়ী সমিতির অর্থ সম্পাদক শহীদুল ইসলাম। ওই মার্কেটে তার টাইলসের দোকান রয়েছে।

জানা যায়, চকবাজার কাঁচাবাজার থেকে বাজার করে কাজির দেউড়ির বাসায় ফিরছিলেন শহীদুল। চকবাজার থেকে সিএনজি অটোরিকশা নেন তিনি। সিএনজি অটোরিকশাটির যান্ত্রিক গোলযোগের কথা বলে পথে কয়েক দফা থামান চালক। চট্টগ্রাম কলেজের পূর্ব গেইটে এলে আবার থামান। এ সময় হঠাৎ করে তিনজন যুবক সিএনজি অটোরিকশায় দরজা খুলে উঠে পড়েন। তারা শহীদুলের হাত মুখ চেপে ধরে তার কাছে থাকা দুইটি মোবাইল, ৪০ হাজার টাকা ও পকেট থেকে কাগজপত্র ছিনিয়ে নেয়। চিৎকার চেঁচামেচি করলে ছুরি দিয়ে ভুঁড়ি গালিয়ে দেওয়ার ভয় দেখান। এরপর সিএনজি অটোরিকশায় করে তাকে গণি বেকারি মোড়, জামালখান মোড় হয়ে সার্সন রোডে নিয়ে যান। সড়কটিতে কয়েক দফা চক্কর মারেন তারা। একপর্যায়ে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন স্টাফ কোয়ার্টার এলাকায় শহীদুলকে নামিয়ে দিয়ে তারা চলে যায়।

শহীদুল ইসলাম সাংবাদিকদের বলেন, ছিনতাইকারী সবার মুখ মাস্ক দিয়ে ঢাকা ছিল। তাদের সঙ্গে সিএনজি অটোরিকশা চালকের যোগসাজশ ছিল। সিএনজি অটোরিকশা থেকে নামিয়ে দেওয়ার সময় তারা আমাকে সামনের দিকে চলে যেতে বলেন। পিছনে তাকালে গুলি করে দিবে বলেন। পরে থানায় যাই।
এ প্রসঙ্গে জানতে চাইলে চকবাজার থানার ওসি দৈনিক আজাদীকে বলেন, যেসব সড়ক দিয়ে সিএনজি অটোরিকশাটি গেছে সেসব সড়কে থাকা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। ছিনতাইকারীদের শনাক্ত করে গ্রেপ্তারে আমাদের একটি টিম কাজ করছে। আশা করছি দ্রুত ছিনতাইকারীদের শনাক্ত করা সম্ভব হবে।

পূর্ববর্তী নিবন্ধনাইক্ষ্যংছড়িতে রাবার শ্রমিক অপহৃত
পরবর্তী নিবন্ধসামিহার মৃত্যুতে কাঁদল সবাই