বাগাইছড়িতে পানিবন্দি মানুষের মাঝে বিজিবির ত্রাণ বিতরণ

| মঙ্গলবার , ২১ জুন, ২০২২ at ১০:৪৭ পূর্বাহ্ণ

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় বন্যা দুর্গত পানিবন্দি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও ঔষধ, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও খাবার স্যালাইন বিতরণ করেছে ২৭ বিজিবি মারিশ্যা জোন।

গতকাল সোমবার সকাল ১১টায় বাঘাইছড়ি পৌরসভার আয়নামতি আজিজ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বায়তুশ শরফ মাদ্রাসা ও কিশলয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নেয়া ১০০টি পরিবারের মাঝে এসব বিতরণ করেন ২৭ বিজিবি মারিশ্যা জোন কমান্ডার লে. কর্ণেল আনোয়ার হোসেন ভুইঁয়া। এ সময় জোন কমান্ডার বলেন, বিজিবির জনকল্যাণমুখী কাজের নিয়মিত অংশ হিসেবে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ভবিষ্যতেও বিজিবি সাধারণ মানুষের পাশে থাকবে।

এ সময় বিজিবির মেডিকেল অফিসার ক্যাপ্টেন মনোয়ার হোসেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, পৌর কাউন্সিলর জয়নাল আবেদীন বুলু ও হাফেজ আহম্মেদ উপস্থিত ছিলেন। গত চারদিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে বাঘাইছড়ি উপজেলার দশটি গ্রাম পানিতে তলিয়ে যায়। এতে রাস্তাঘাট ডুবে গিয়ে প্রায় চার হাজার মানুষ পানি বন্দী হয়ে পরে। মৌসুমী এই বন্যায় ঘরবাড়িসহ ফসলের ব্যাপক ক্ষতি হয়, অনেক পুকুরের মাছ ভেসে যায়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পানি বন্দী মানুষের জন্য ১৪টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। এদিকে বন্যা কবলিত এলাকায় ত্রাণ সহায়তার জন্য রাঙামাটি জেলা প্রশাসনের মাধ্যমে নগদ এক লাখ টাকা ও ২৪ মেট্রিক টন খাদ্য সহায়তা বরাদ্দ দেয়া হয়েছে। সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলামের কার্যালয়ে এক জরুরি সভায় বরাদ্দের বিষয়টি নিশ্চিত করা হয়। শীঘ্রই প্রতিটি মানুষের দোরগোড়ায় সরকারি সহায়তা পৌঁছে দেয়া হবে। টানা বর্ষণে বাঘাইছড়ি দিঘিনালা সড়কে পাহাড় ধসের আশঙ্কা রয়েছে তাই প্রশাসনের উদ্যোগে মাইকিং করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম।

পূর্ববর্তী নিবন্ধএন্টারপ্রাইজ গ্রাহকদের জন্য নতুন ডিজিটাল ব্র্যান্ড চালু করল রবি
পরবর্তী নিবন্ধভাটিয়ারীর কদমরসুলে স্থানীয়দের ব্যারিকেড