প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতির হীরক জয়ন্তী উৎসবের প্রস্তুতি সভা

চুনতি উচ্চ বিদ্যালয়

| মঙ্গলবার , ২১ জুন, ২০২২ at ১০:৪৬ পূর্বাহ্ণ

লোহাগাড়া চুনতি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতির হীরক জয়ন্তী উৎসবের প্রস্তুতি সভা চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তন হলে গত রবিবার অনুষ্ঠিত হয়। আগামী ঈদ উল আযহার তৃতীয় দিনে এই উৎসবের সময় নির্ধারণ করা হয়েছে। চুনতি উচ্চ বিদ্যালয়ের হীরক জয়ন্তী উৎসবের সুন্দর ও সফল উদযাপনের লক্ষ্যে এই প্রস্তুতি সভার আয়োজন করা হয়।

প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতির সদস্য সচিব রোটারিয়ান সাইফুল হুদা সিদ্দীকীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতির সাংগঠনিক সম্পাদক কাজী আরিফুল ইসলাম।

সভায় সভাপতিত্ব করেন প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতির প্রধান সমন্বয়ক ইসমাঈল মানিক। সভায় বক্তব্য রাখেন অধ্যাপক এবং ইউএসটিসির শিশু বিশেষজ্ঞ মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ডা. এজেএম সাদেক, কামরুল হুদা, ১৯৮৭ ব্যাচের ছাত্রী প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষিকা শাহনাজ বেগম, জেলা প্রশাসকের কর্মকর্তা পুতুুল দত্ত, মোহাম্মদ রফিকুল ইসলাম, ১৯৯৯ ব্যাচের ব্যাচ প্রতিনিধি নূর মোহাম্মদ ইয়াছিন কবির। উপস্থিত ছিলেন হামিদা নুসরাত, শাহাদাৎ খান সিদ্দিকী, ইসহাক খান মুকুট, জাবেদ আব্বাস সিদ্দিকী, নাজিম উদ্দিন সিদ্দিকী, ইঞ্জিনিয়ার সমির উদ্দিন, সাইফুর রহমান, মোহাম্মদ আলী, মোহাম্মদ ইব্রাহিম, সাইদুল হাসান মাশুক, রাফে আল মাহমুদ, ইমতিয়াজ আহমেদ খান, ইয়াছির খান সিদ্দিকী, এডভোকেট আয়াত উল্লাহ, এডভোকেট কুতুব উদ্দিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপটিয়া পৌরসভার নিম্নাঞ্চল প্লাবিত
পরবর্তী নিবন্ধএন্টারপ্রাইজ গ্রাহকদের জন্য নতুন ডিজিটাল ব্র্যান্ড চালু করল রবি