অসমর্থ রোগীদের বাঁচাতে মানবিক সমাজকে এগিয়ে আসার আহ্বান

কিডনি রোগী কল্যাণ সংস্থার আর্থিক অনুদান

| সোমবার , ২০ জুন, ২০২২ at ১১:৫৬ পূর্বাহ্ণ

কিডনি রোগী কল্যাণ সংস্থার পক্ষ থেকে গত ১৬ জুন পার্কভিউ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এটিএম রেজাউল করিমের হাতে সিসিইউ, আইসিউ এর মত ব্যয়বহুল চিকিৎসাধীন হতদরিদ্র রোগীদের প্রতি মানবিক সমাজের মনোযোগ আকর্ষণের লক্ষ্যে চিকিৎসা সহায়তার নগদ অর্থ প্রদান করা হয়।

সংস্থার সভাপতি সৈয়দ মোহাম্মদ জাহেদুল হক সহ এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মানবিক ব্যক্তিত্ব মুহাম্মদ দিদারুল ইসলাম, ফয়েজ উর রহমান ও একাব্বের হোসেন মুন্না। এ সময় ডা. এটিএম রেজাউল করিম বলেন, পার্কভিউ হাসপাতালে হতদরিদ্র রোগীদের চিকিৎসা তহবিল নামে একটি ফান্ড চলমান আছে।

মানবিক সমাজ এগিয়ে আসলে বহু সংখ্যক হতদরিদ্র রোগী চিকিৎসা সুবিধা পেতে সহায়ক হবে। কিডনি রোগী কল্যাণ সংস্থার সভাপতি সৈয়দ মোহাম্মদ জাহেদুল হক মানবিক হাসপাতাল সমূহের চিকিৎসা সহায়তা তহবিল এ যাকাত, সাদকা, অনুদান প্রদান করে আর্থিক অসমর্থ রোগীদের জীবন বাঁচাতে মানবিক সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাউজানে ৮০ লিটার পাহাড়ি চোলাই মদসহ অটোরিকশা আটক
পরবর্তী নিবন্ধমহানগর লায়ন্স ক্লাবের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন