আগামী ২৫ জুন চট্টগ্রামে বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টারের (বিওয়াইএলসি) উদ্যোগে Chattogram to Ivy League: Insights from Shammi Quddus শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে। এতে যোগ দিবেন গুগলের প্রোডাক্ট ম্যানেজার এবং বিওয়াইএলসির সহ-প্রতিষ্ঠাতা শাম্মী কুদ্দুস।
চট্টগ্রামের তরুণ ও তাঁদের অভিভাবকদের উদ্দেশে তুলে ধরবেন তার শিক্ষাজীবন থেকে পেশাগত জীবনের নানান অভিজ্ঞতার কথা। পাশাপাশি শিক্ষার্থীদের জানতে সাহায্য করবেন কীভাবে বিদেশে উচ্চ শিক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে, আবেদনপত্র শর্টলিস্ট করার সময় বিশ্ববিদ্যালয়গুলো কোন কোন বিষয়গুলোকে গুরুত্ব দেয়, স্বনামধন্য বৈশ্বিক প্রতিষ্ঠানে চাকরির জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ সহ আরও বিভিন্ন বিষয় সম্পর্কে।
অনেক শিক্ষার্থী বিদেশে উচ্চশিক্ষা নিতে চায়। অনেকেই চায় বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করতে। তবে, তাঁদের এই লক্ষ্য অর্জনের প্রক্রিয়া বা পথ সম্পর্কে ধারণা পুরোপুরি স্পষ্ট নয়।
তাই বিওয়াইএলসি চট্টগ্রামে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য শাম্মী কুদ্দুসের মত এমন একজনের কাছ থেকে এসকল বিষয়ে দিকনির্দেশনা পাওয়ার সুযোগ করে দিচ্ছে, যিনি একদিকে যেমন বিশ্বের শীর্ষস্থানীয় ৩টি বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করেছেন এবং বর্তমানে লক্ষ লক্ষ তরুণের স্বপ্নের প্রতিষ্ঠান গুগলে চাকরিও করছেন। শাম্মী কুদ্দুস ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (MIT) থেকে এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিংয়ের উপর স্নাতক, স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট স্কুল অফ বিজনেস থেকে ব্যবসায় প্রশাসন বিষয়ে স্নাতকোত্তর এবং হার্ভার্ড কেনেডি স্কুল থেকে পাবলিক এডমিনিস্ট্রেশন ইন ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট বিষয়ে আরও একটি স্নাতকোত্তর সম্পন্ন করেন। প্রেস বিজ্ঞপ্তি।












