পাহাড় ধসে নিহত পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান

| সোমবার , ২০ জুন, ২০২২ at ১১:৩৩ পূর্বাহ্ণ

মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, আমরা বারবার যেটা অনুমান করছিলাম বর্ষার মৌসুম আসার আগেই জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ সম্পন্ন করতে না পারলে নগরী জলে ডুবে যাবে সেই আশঙ্কা সত্যি হলো। বর্ষার শুরুতেই নগরী জলাবদ্ধতায় নিমজ্জিত হয়েছে।

তিনি গত শনিবার পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে আকবরশাহ এলাকায় পাহাড় ধসে নিহত পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদানকালে উপরোক্ত কথা বলেন।মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেন, আমরা বিএনপি’র পক্ষ থেকে প্রতিবছরই দাবি করে আসছি ভূমিধসের স্থায়ী পদক্ষেপ গ্রহণ করতে।

কিন্তু সরকার কোন পদক্ষেপ গ্রহণ করেনি। যার প্রেক্ষিতে প্রতি বছরে পাহাড়ধসে এভাবে তাজা প্রাণ ঝরে যাচ্ছে। পরিদর্শন কালে উপস্থিত ছিলেন আব্দুস সাত্তার সেলিম, জমির আহমেদ, হাবিবুর রহমান চৌধুরী, রেহান উদ্দিন,জামাল কোম্পানি, পলাশ চৌধুরী,ফরহাদ হোসেন, ফজলুল হক মাস্টার, আবু হানিফ, সাহাব উদ্দিন, শেখ জামিল,শফি মাস্টার,মীর জাহাঙ্গীর, আবদুল হান্নান শিবলী, খালেদ সাইফুল্লাহ, মো. ইউনুছ, তাজ উদ্দিন লিটন, কামাল উদ্দিন, বাচ্চু মেম্বার, দেলোয়ার হোসেন,মিজানুর রহমান রাজু,শামীম আহমেদ, নাসির আহমেদ সোহেল, ইকবাল হোসেন,আব্দুল হাকিম,জসিম উদ্দিন, ঈমাম উদ্দিন তারেক, কাউছার হিমেল,অপু চৌধুরী,আকবর,ইব্রাহিম হোসেন সাদ্দাম,জাহিদুল, নাজিম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসিআইইউতে অ্যাকাডেমিক কাউন্সিলের সভা
পরবর্তী নিবন্ধহালদা নিয়ে চট্টগ্রাম সমিতি-ঢাকার সেমিনার