চট্টগ্রামের আকবর শাহ্ থানার বিজয় নগরে গতকাল শনিবার পাহাড় ধসে হতাহতদের পাশে দাাঁড়িয়েছে গাউসিয়া কমিটি বাংলাদেশ। সংগঠনের যুগ্ম মহাসচিব মোছাহেব উদ্দিন বখতিয়ারের নির্দেশনায় সংগঠনের কাট্টলি ওয়ার্ডের স্বেচ্ছাসেবকদের একটি দল দুর্ঘটনাস্থলে ছুটে যান এবং ক্ষতিগ্রস্ত ঘর বাড়ি থেকে মূল্যবান সামগ্রী উদ্ধার কাজে নেমে যান।
স্থানীয় কাউন্সিলর এবং পুলিশ প্রশাসনের অনুরোধ তারা নিহতদের গোসল-কাফন এবং দাফন কাজ সম্পন্ন করেন। তাছাড়া, জেলা প্রশাসনের নির্দেশনা অনুসারে, পুনরায় পাহাড় ধসের সম্ভাবনাময় ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকা ছেড়ে যেতে সেখানকার অলি-গলিতে মাইকিং করার কাজটিও তারা দিনব্যাপী সম্পন্ন করেন। শরফ উদ্দীন জীবনের নেতৃত্বে স্বেচ্ছাসেবকদের মধ্যে ছিলেন দানিয়াল সাদ রাফি, মোহাম্মদ নিশাদ, মো. সোহেল, মো. নাদিম, মো. শামীম, মো. শরীফ, মো. সাগর, মো. রানা, মো. ইমন, মো. দেলোয়ার, মো. জসিম এবং মো. মঞ্জু প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












