জলাবদ্ধতা নিরসনে সেবা সংস্থাগুলোর সমন্বয়হীনতায় ক্যাবের ক্ষোভ

| সোমবার , ২০ জুন, ২০২২ at ১০:৩৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগরের জলাবদ্ধতা নিরসনে বর্তমানে প্রায় ১০ হাজার কোটি টাকা ব্যয়ে ৪টি প্রকল্পের কাজ চলমান রয়েছে। এর মধ্যে একটু বৃষ্টিতেই পুরো নগরী তলিয়ে যাচ্ছে। দীর্ঘ সময় ধরে প্রকল্পগুলো চলমান হলেও কাজের অগ্রগতি সন্তোষজনক নয় বলে মনে করছে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চট্টগ্রাম বিভাগ ও মহানগর কমিটি।

চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে সেবা সংস্থাগুলোর সমন্বয়হীনতায় নগরবাসীর ভোগান্তি ক্রমাগতই বাড়ছে উল্লেখ করে গতকাল রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ক্যাব জানায়, একটু বৃষ্টি হলেই সৃষ্ট জলাবদ্ধতার এই দুর্ভোগের জন্য নগরের দায়িত্বপ্রাপ্ত সেবা সংস্থাগুলো বিশেষ করে চট্টগ্রাম সিটি করপোরেশন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ ও পানি উন্নয়ন বোর্ড এক অপরের ওপর দোষ চাপানোর চেষ্টা করছে। অথচ জলাবদ্ধতা নিরসনে মেগা প্রকল্পের ধীরগতি ও নানা অসঙ্গতির কারণেই মূলত বছরের পর বছর জলাবদ্ধতার দুর্ভোগ নগরবাসীকে পোহাতে হচ্ছে বলে বিবৃতিতে দাবি করেন ক্যাব কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন, সাধারণ সম্পাদক কাজী ইকবাল বাহার ছাবেরী, মহানগর সভাপতি জেসমিন সুলতানা পারু, সাধারণ সম্পাদক অজয় মিত্র শংকু, দক্ষিণ জেলা সভাপতি আবদুল মান্নান প্রমুখ।

ক্যাব নেতৃবৃন্দ এ খাতে বিশেষজ্ঞ ও জনপ্রতিনিধিদের মতামতগুলো বারবার উপেক্ষা করার কারণে সরকারের বিপুল পরিমাণ অর্থ ব্যয়ে উন্নয়ন প্রকল্পগুলো জনগণের জন্য আর্শিবাদ না হয়ে অভিশাপে পরিণত হচ্ছে বলে উল্লেখ করেন।

এ ছাড়া নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করে বলেন, বৃষ্টি হলেই পাহাড় ধস হয়, আর প্রাণহাণি লেগেই আছে। পাহাড় ধস রোধে ঝুঁকিপূর্ণ বসতি উচ্ছেদসহ নানা সুপারিশ আজ পর্যন্ত আলোর মুখ দেখেনি। প্রাণহানি হলেই প্রশাসনের টনক নড়ে এবং যারা বসতি স্থাপনের হোতা তারাই আবার সেখানে উচ্ছেদ অভিযানে সরব হন। বিষয়টি খুবই দুঃখজনক। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধব্যাটিং ব্যর্থতায় আরেকটি হার
পরবর্তী নিবন্ধবিএম ডিপোতে গাড়ি পুড়ে ‘সাড়ে চার কোটি টাকা’ ক্ষতি