দক্ষিণ ভূর্ষি উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা

| শনিবার , ১৮ জুন, ২০২২ at ১২:১৭ অপরাহ্ণ

পটিয়া উপজেলার দক্ষিণ ভূর্ষি উচ্চ বিদ্যালয়ের ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা উপলক্ষে বঙ্গবন্ধুর জীবনী শীর্ষক আলোচনা সভা গত বৃহস্পতিবার বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পটিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহবায়ক ইনতেসার ইবনে সেলিম ফাহিম।

১৩নং দক্ষিণ ভূর্ষি ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক জোবায়ের আহম্মদ ইমনের সভাপতিত্বে এবং যুগ্ম-আহ্বায়ক রাসেল কান্তি দে ও ওয়াসেক আলী মেহেদী শাওয়ালের যৌথ সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন পটিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য মোহাম্মদ মাঈন উদ্দীন সিজান।

বিশেষ অতিথি ছিলেন পটিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য আলিফ মাহমুদ, দক্ষিণ ভূর্ষি ইউনিয়ন ছাত্রলীগ নেতা তাহিম আজিজ, কামরুল ইসলাম কায়সার, মোহাম্মদ রাসেল। শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইনতেসার ইবনে সেলিম ফাহিম বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে দীপ্যমান একটি নাম। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধইডিইউর শিক্ষার্থীরা বেছে নিল পছন্দের ক্লাব
পরবর্তী নিবন্ধমানুষের ভাব, বিস্ময় ও কল্পনার অপরূপ মিশ্রণে কবিতার সৃষ্টি