আনোয়ারায় জাতীয় মহিলা সংস্থার প্রশিক্ষণ কর্মশালা

আনোয়ারা প্রতিনিধি | শনিবার , ১৮ জুন, ২০২২ at ১১:৩৯ পূর্বাহ্ণ

আনোয়ারায় জাতীয় মহিলা সংস্থার পরিচালনায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠান ও হস্তশিল্প প্রদর্শনী গত বৃহস্পতিবার দুপুরে উপজেলার চাতরী চৌমহনী বাজারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

নারী বিকাশ সাধন প্রকল্পের আওতায় নারীদের দক্ষতা বৃদ্ধি ও আত্ম-কর্মসংস্থান সুযোগ সৃষ্টির লক্ষ্যে বিউটিফিকেশন, কাটারিং, ফ্যাশন ডিজাইন, ইন্টেরিয়র ডিজাইন ও ইভেন্ট ম্যানেজমেন্ট ও বিজনেস ম্যানেজমেন্ট, ই-কমার্স বিষয়ে ৩০ জনেরও বেশি নারীর ফ্রি প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে।

নারী বিকাশ সাধন প্রকল্পের (প্রশিক্ষক) কর্মকর্তা মোমেনা আকতার নয়নের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আনোয়ারা প্রশিক্ষণ কেন্দ্রের সদস্য মামুনুর রশিদ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এম. আনোয়ারুল হক, সঞ্জিতা বড়ুয়া, সাজিয়া সুলতানা, রোকসানা বেগম জুছি, প্রশিক্ষক শ্রাবণী ভট্টাচার্য, মনোয়ারা বেগম, তাহমিনা আলম, তাসলিমা আকতার ও প্রীতিলতা চৌধুরী।

পূর্ববর্তী নিবন্ধওয়েস্ট ইন্ডিজকে ২৬৫ রানে অলআউট করেও স্বস্তিতে নেই বাংলাদেশ
পরবর্তী নিবন্ধশেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নে এগিয়ে যাচ্ছে