মীরসরাইয়ে ছাত্রলীগ নেতার মোটরসাইকেল চুরি করতে গিয়ে আব্দুল্লাহ আল মামুন (২১) নামে ছাত্রলদলের এক নেতা স্থানীয়দের হাতে আটক হয়েছে। সে মীরসরাই পৌরসভার ৬ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি ও একই এলাকার দক্ষিণ গাভনিয়া গ্রামের বেলাল হোসেনের ছেলে। গতকাল শুক্রবার ভোররাতে উপজেলার খৈয়াছড়া ইউনিয়ের ১ নং ওয়ার্ড পশ্চিম খৈয়াছড়া গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মীরসরাই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজীব তালুকদার। খবর বাসসের।
জানা যায়, ভোররাত তিনটার পর পশ্চিম খৈয়াছড়া গ্রামে ইউনিয়ন ছাত্রলীগ নেতা আসিফ রুমির বাড়িতে মোটরসাইকেল চুরি করতে গিয়ে আব্দুল্লাহ আল মামুন নামে একজন ধরা পড়ে। এ সময় তার সঙ্গে থাকা আরও একজন পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে মীরসরাই থানা পুলিশের কাছে তুলে দেয়।
এ বিষয়ে ছাত্রলীগ নেতা আসিফ বলেন, আমাদের ডিসকাভার হানড্রেড ও এপাচি মডেলের দুটি দামি মোটরসাইকেল ছিল। দুজন চোর আমাদের বাড়ির গ্যারেজে ঢুকে গাড়ি চুরি করার সময় একজনকে হাতেনাতে ধরে ফেলি। তবে অন্যজন পালিয়ে যায়। পরে ইউপি সদস্যের সাথে কথা বলে তাকে পুলিশে সোপর্দ করি। শুনেছি সে ছাত্রদলের পৌরসভার ৬ নং ওয়ার্ড সভাপতি।
এ বিষয়ে খৈয়াছড়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য মজিবুর রহমান বলেন, মোটরসাইকেল চুরির সময় মিরসরাই পৌরসভার ৬ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল মামুনকে স্থানীয়রা আটক করে। পরে আমরা তাকে পুলিশে সোপর্দ করেছি।
নাম প্রকাশে অনিচ্ছুক পৌরসভা ছাত্রদলের এক নেতা বলেন, সে আমাদের ৬ নং ওয়ার্ডের সভাপতি। তবে দীর্ঘদিন সে দলে সক্রিয় না। তাকে কোনো মিটিং-মিছিলে দেখা যায় না। সংগঠনের সাথে তার যোগাযোগ বিচ্ছিন্ন।
মীরসরাই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজীব তালুকদার বলেন, মোটরসাইকেল চোর চক্রের এক সদস্যকে স্থানীয় জনতা আটক করে আমাদের হাতে তুলে দিয়েছে। আমরা তার কাছ থেকে তথ্য নিয়ে মীরসরাইয়ে মোটরসাইকেল চোর চক্রের অন্য সদস্যদের আটক করার চেষ্টা করছি।