দেশে কার্প জাতীয় মাছের প্রধান প্রাকৃতিক প্রজনন কেন্দ্র ও বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ-হালদা নদীতে ডিম ছাড়লো মা মাছ। বৃহস্পতিবার (১৬ জুন) দিবাগত রাত থেকে ডিম ছেড়েছে মাছ।
হালদা রিসার্চ ল্যাবরেটরির সমন্বয়ক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মনজুরুল কিবরিয়া বলেন, হালদা নদীতে তৃতীয়বারের মতো মা মাছ ডিম ছাড়লো। বুধবার সকাল থেকে মা-মাছ নমুনা ডিম ছাড়া শুরু করে। গতরাতে বৃষ্টির সাথে পাহাড়ি ঢল নামায় মা মাছ ডিম ছেড়েছে।
তিনি আরো বলেন, দুই শতাধিক নৌকা নিয়ে জেলেরা বৃহস্পতিবার রাত থেকে ডিম সংগ্রহ করছেন।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, চলতি মৌসুমে মে মাস থেকে আরও দুই দফা ডিম ছেড়েছিল মাছ। তবে এবার ডিমের পরিমাণ কম। বছরজুড়ে দখল, দূষণ আর অপরিকল্পিত উন্নয়ন হালদার পরিবেশ বিপর্যস্ত করেছে বলে সংশ্লিষ্টদের অভিমত।