চট্টগ্রামে সাত বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে নিতাই চন্দ্র বণিক (৫৫) নামে ৫ বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার (১৫ জুন) গভীর রাতে খুলশী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ওসি খুলশী সন্তোষ কুমার চাকমা। গ্রেপ্তার নিতাই চন্দ্রের বাড়ি সীতাকুণ্ডের প্রেমতলা এলাকায়। তিনি মৃত হরিচন্দ্র বণিকের ছেলে। বর্তমানে তিনি খুলশী থানার ফয়স লেকের নুরিয়া মাদ্রাসা রোড রেলওয়ে কোয়ারটার্সে বসবাস করেন। পুলিশ জানায়, ২০১৭ সালে নগরীর খুলশী থানা এলাকায় ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা করে নিতাই চন্দ্র বণিক। এই ঘটনায় ওই শিশুর পিতা বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। খুলশী থানার এসআই (উপপরিদর্শক) নুরউদ্দিন মামলাটি তদন্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। আইনী প্রক্রিয়া শেষে আদালত আসামিকে ৫ বছরের সশ্রম কারাদন্ড ও ২০ হাজার টাকা অর্থদন্ড ও অনাদায়ে আরও ২ মাস বিনাশ্রম কারাদন্ড দেন।