শাহ আমানত বিমানবন্দর থেকে ১২৪৪ গ্রাম স্বর্ণ জব্দ

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১৬ জুন, ২০২২ at ১:৫০ অপরাহ্ণ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর কাছ থেকে ১ কেজি ২৪৪ গ্রাম স্বর্ণ এবং ৯ কেজি সিসা জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুন) সকাল ৮টার দিকে বিমানবন্দরের শুল্ক গোয়েন্দারা এই স্বর্ণ ও শিশা জব্দ করে। এই ঘটনায় মাসুদ রানা নামে এক বিমান যাত্রীকে আটক করা হয়েছে।

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার ফরহাদ হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, সকালে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইট- বিজি ১৪৮ অবতরণের পর যাত্রীরা নেমে এলে মাসুদের গতিবিধি সন্দেহজনক মনে হয়। পরে কাস্টমস গোয়েন্দারা তাকে আটক করে তার লাগেজ তল্লাশি করে। সেখান থেকে ১ কেজি ২৪৪ গ্রাম স্বর্ণ ও ৯ কেজি সিসা জব্দ করা হয়। এই ঘটনায় উক্ত যাত্রীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

পূর্ববর্তী নিবন্ধটেকনাফে বিজিবির অভিযানে ২৭ কোটি টাকার মাদক উদ্ধার
পরবর্তী নিবন্ধউখিয়ায় রোহিঙ্গা শিবিরে গুলিতে যুবক নিহত