মানবাধিকার রক্ষায় বহুমুখী পদক্ষেপ নিয়েছে সরকার

মতবিনিময় সভায় ফজলে করিম এমপি

রাউজান প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৬ জুন, ২০২২ at ৯:২৪ পূর্বাহ্ণ

রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী এমপি বলেছেন, বর্তমান সরকার মানবাধিকার রক্ষায় বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছে। রাউজানে যারা এই প্রতিষ্ঠানের সাথে আছে তাদের কাজেও সব রকম সহায়তা দেয়া হচ্ছে।
গত মঙ্গলবার মানবাধিকার কমিশন রাউজান উপজেলা শাখার কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। তিনি বলেন, বাল্যবিবাহ, ইভটিজিং রোধে সকলকে কাজ করতে হবে। নিজ উপজেলাকে পরিবেশ দূষণমুক্ত রাখতে কাজ করতে হবে।
সভায় উপস্থিত ছিলেন সংগঠনের রাউজান শাখার সভাপতি ডা. দীপক সরকার, সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, মুছা চৌধুরী, রুশনী ইসলাম, আহসান হাবীব চৌধুরী হাসান, সাইদুর রহমান টিপু, এহসান উল্লাহ জাহেদী, মুছা আলম খান চৌধুরী, সৈয়দ ইউসুফ আমিন, ডা. রিগ্যান শীল, জিকু দত্ত, লক্ষী কান্তি, পুরোজিত দত্ত, মো. নুরুল ইসলাম নাহিদ, রবিউল রহমান সাগর ও মো. ইমন।

পূর্ববর্তী নিবন্ধস্বেচ্ছাসেবক ব্যবস্থাপনার নীতি মেনে ৪১ ওয়ার্ডে কমিটি
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ড ট্র্যাজেডির সুষ্ঠু তদন্ত দাবি