চন্দনাইশ আওয়ামী লীগের ওয়ার্ড সম্মেলন শুরু হয়েছে। চলতি জুন মাসের শুরু থেকে উপজেলার ৮টি ইউনিয়ন ও ২টি পৌরসভার সম্মেলন শুরু হয়। এরই ধারাবাহিকতায় ধোপাছড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন গত ১৪ জুন সম্পন্ন হয়েছে। ১২ জুন থেকে শুরু হয়ে গত ৩ দিনে ৯টি ওয়ার্ডের সম্মেলন সম্পন্ন করেছেন দায়িত্বপ্রাপ্ত সমন্বয় কমিটির নেতৃবৃন্দ।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাহিদুল ইসলাম জাহাঙ্গীর ও সাধারণ সম্পাদক আবু আহমদ চৌধুরী জুনু জানান, জুন-জুলাইয়ের মধ্যে উপজেলার ৮টি ইউনিয়ন ও ২টি পৌরসভায় আওয়ামী লীগের ওয়ার্ড সম্মেলন সম্পন্ন করার জন্য কেন্দ্রীয়ভাবে সিদ্ধান্ত হয়। এর মধ্যে উপজেলার প্রায় প্রত্যেকটি ইউনিয়ন ও পৌরসভায় শুরু হয়েছে সম্মেলন। গত ১৪ জুন শেষ হয়েছে ধোপাছড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন। জুন-জুলাইয়ের মধ্যে সবগুলো ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড কমিটি শেষে আগস্ট-সেপ্টেম্বরে ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন শুরু হবে বলে জানান নেতৃবৃন্দ।
ধোপাছড়ি ইউপি চেয়ারম্যান মো. আবদুল আলীম জানান, গত ১২ জুন থেকে ধোপাছড়ি ইউনিয়ন আওয়ামী লীগের ওয়ার্ড সম্মেলন শুরু হয়। ওইদিন ১, ২ ও ৩ নং ওয়ার্ড, পরদিন ১৩ জুন ৪, ৫, ও ৬ নং ওয়ার্ড এবং গত ১৪ জুন ৭, ৮ এবং ৯নং ওয়ার্ডের সম্মেলন শেষ হয়। এরমধ্যে যে যে পদে একাধিক প্রার্থী রয়েছেন তাদের নাম সমন্বয়কারীরা নিয়ে গেছেন। পরে দলের সিদ্ধান্ত মতে তাদের নাম ঘোষণা করা হবে বলেও জানান তিনি।
সম্মেলনে উপস্থিত ছিলেন সমন্বয় কমিটির সদস্য মাস্টার আহসান ফারুক, চন্দনাইশ পৌরসভা আ.লীগের আহবায়ক এম কায়সার উদ্দিন চৌধুরী, উপজেলা আ.লীগের প্রচার সম্পাদক হেলাল উদ্দিন চৌধুরী, ইউপি চেয়ারম্যান মো. আবদুল আলীম, সাবেক চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন, ধোপাছড়ি ইউনিয়ন আ.লীগের সভাপতি আবদুস সালাম, সাধারণ সম্পাদক ডা. দুলাল কান্তি নাথ প্রমুখ।