দেশের বাইরে সর্বশেষ সফরে দক্ষিণ আফ্রিকার কাছে হোয়াইটওয়াশ। সাথে দুই টেস্টের দ্বিতীয় ইনিংসে লজ্জার রেকর্ড। এরপর ঘরের মাঠে শ্রীলঙ্কার কাছে সিরিজ হার। এতো গেল মাঠের ভেতরের ঘটনা। মাঠের বাইরে টেস্ট দলের অধিনায়কত্ব ছেড়েছেন মোমিনুল হক। আর সে অধিনায়কত্বের আর্মব্যান্ড গেছে সাকিবের বাহুতে। এরই মধ্যে দলে নেই সর্বশেষ সিরিজে দুর্দান্ত খেলা মুশফিকুর রহিম। ইনজুরির কারণে ছিটকে গেছেন ইয়াসির আলি রাব্বি। সবমিলিয়ে কঠিন এক পরিস্থিতিতে বাংলাদেশ শুরু করতে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ। তবে আশার আলো দীর্ঘদিন পর টেস্ট দলে ফিরেছেন পেসার মোস্তাফিজুর রহমান। তিন দিনের প্রস্তুতি ম্যাচে ভালো বলও করেছেন। এছাড়া এ ম্যাচে রান পেয়েছেন তামিম-শান্ত। তাই ভালো কিছুর আশায় আজ বাংলাদেশ সময় রাত আটটায় এন্টিগার স্যার ভিভ রিচার্ড স্টেডিয়ামে মাঠে নামবে সাকিব বাহিনী।
এই সিরিজে মুখোমুখী হওয়ার আগে দুই দলই বিধ্বস্ত। পাকিস্তানের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। আর নিজেদের মাটিতে শ্রীলঙ্কার কাছে টেস্ট সিরিজ হেরেছে বাংলাদেশ। তবে দুটি ভিন্ন সিরিজ। আর এটা টেস্ট সিরিজ। কাজেই শুরুটা দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে বাংলাদেশ কিছুটা হলেও পিছিয়ে। তবে বাংলাদেশ তৃপ্তি খুজছে তিন দিনের প্রস্তুতি ম্যাচ থেকে। যদিও ম্যাচের ভেন্যুতে কেবল একদিন মাত্র অনুীশলন করতে পেরেছে বাংলাদেশ দল। তারপরও অনুশীলন নিয়ে তৃপ্তির ঢেকুর তুলছে বাংলাদেশ দলের কোচ। আর প্রস্তুতি ম্যাচে তামিম, শান্তদের ব্যাটিংয়ের পাশাপাশি এবাদত, মোস্তাফিজের বোলিং আশার আলো দেখাচ্ছে বাংলাদেশ দলকে। এই ম্যাচে তামিম খেলেছেন দেড়শর বেশি রানের ইনিংস। আর দীর্ঘদিন পর লাল বলে বল করতে এসে দারুণ করেছেন কাটার মাস্টার। তিন উইকেট নিয়েছেন তিনি। তাও একেবারে অপরিচিত ডিউক বলে। কাজেই আজ থেকে শুরু হওয়া ম্যাচে বাংলাদেশ ভালো করবে তেমনটি আশা টাইগার শিবিরের।
অধিনায়কত্বের আর্মব্যান্ডটা তৃতীবারের মত পরলেন সাকিব। আগের দুই মেয়াদে অবশ্য ওয়েস্ট ইন্ডিজকে হারানোর সুখ স্মৃতি রয়েছে সাকিবের। তাই তৃতীয় মেয়াদের অভিষেকটাও নিশ্চয় সুখকর করতে চাইবেন তিনি। যদিও কাজটা তার জন্য বেশ কঠিন। কারণ দলের সাবেক অধিনায়ক এবং দলের অন্যতম ব্যাটিং স্তম্ভ মোমনিুল হক নেই ছন্দে। দলে নেই আগের সিরিজের সেরা ব্যাটসম্যান মুশফিকুর রহিম। ছিটকে গেছেন ইয়াসির আলি রাব্বিও। তাই দায়িত্বটা এখন আরো বড় হয়ে বর্তেছে সাকিবের উপর। ব্যাটিং, বোলিং এর পাশাপাশি এখন অধিনায়কত্ব নিয়েও ভাবতে হচ্ছে বিশ্ব সেরা এই অলরাউন্ডারকে।
পরিসংখ্যান, অভিজ্ঞতা, নিজেদের কন্ডিশন সবমিলিয়ে যোজন যোজন এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ। তার উপর যে ভেন্যুতে শুরু হচ্ছে টেস্ট ম্যাচটি সেই স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামটি একেবারেই সমুদ্র ঘেষে। তাই এখানকার বাতাসও শক্ত প্রতিপক্ষ হতে পারে বলে মনে করা হচ্ছে। এখন সে সব প্রতিপক্ষকে মোকাবেলা করতে নতুন মিশন শুরু করতে হবে বাংলাদেশ দলকে। এখন দেখার বিষয় সাকিবের তৃতীয় দফায় অভিষেকটা কেমন হয়।