শান্তিপূর্ণ পরিবেশে এই প্রথমবারের মতো ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে(ইভিএম)-এর মাধ্যমে চলছে রাঙামাটির বাঘাইছড়ি পৌরসভা ও কাপ্তাইয়ের চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ।
আজ বুধবার(১৫ জুন) সকাল ৮টায় বাঘাইছড়ি পৌররসভার ৯টি ওয়ার্ডের ৯টি কেন্দ্র এবং চন্দ্রঘোনা ইউনিয়নের ৯টি ওয়াডের্র ৯টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। সকাল থেকে বিভিন্ন ভোট কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে।
এবার বাঘাইছড়ি পৌরসভার নির্বাচনে মেয়র পদে ২ জন, কাউন্সিলর পদে ২১ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আর কাপ্তাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে ২ জন সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ২৮ জন অংশগ্রহণ করছেন।
এদিকে, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে ১ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ২ প্লাটুন বিজিবি, এক প্লাটুন র্যাব মোতায়েন করা হয়েছে।
নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা সাইদুর রহমান জানান, বাঘাইছড়িতে এখনো পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে।