আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি নির্মল রঞ্জন গুহের সুস্থতা কামনায় মহানগর স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বুধবার (১৪ জুন) নগরীর হয়রত শাহ আমানত (রঃ) দরগাহ শরীফ সংলগ্ন মসজিদে দোয়া ও প্রার্থনা সভার আয়োজন করা হয়।
মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবু ও সাধারণ সম্পাদক সম্পাদক আজিজুর রহমান আজিজের নির্দেশে দোয়া ও প্রার্থনা সভায় উপস্থিত ছিলেন সহ সভাপতি হেলাল উদ্দীন, তসলিম উদ্দীন, মনোয়ার জাহান মনি, নাজমুল হুদা শিপন, আজাদ খান অভি, আবদুর রশিদ লোকমান, মিনহাজুল আবেদীন চৌধুরী সায়েম, সাংগঠনিক সম্পাদক মাসুদ খানসহ বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, সভাপতি নির্মল রঞ্জন গুহ রোববার গুরুতর অসুস্থ হয়ে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। তার হার্টে দু’টি ব্লক ধরা পড়লে সেখানে রিং বসানো হয়েছে। বর্তমানে তাকে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।