হাটহাজারীতে মাদ্রাসায় অগ্নিকান্ড

হাটহাজারী প্রতিনিধি | বুধবার , ১৫ জুন, ২০২২ at ৯:১১ পূর্বাহ্ণ

হাটহাজারীতে একটি মাদ্রাসায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। গত সোমবার দিবাগত রাতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডে শিক্ষার্থীদের উদ্ধার করা হলেও মাদ্রাসার বেশ কিছু অংশ আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাপ্ত সংবাদ প্রকাশ। স্থানীয়, প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায় উপজেলার চৌধুরীহাট এলাকার ইডেন সিটি যুন নুরাইন মাদ্রাসায় হঠাৎ অগ্নিকান্ডের সূত্রপাত হয়। বিষয়টি হাটহাজারী ফায়ার সার্ভিসকে জানানো হলে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহজাহান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হলেও কোন হতাহতের ঘটনা ঘটেনি। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।

পূর্ববর্তী নিবন্ধমহানগর আ’লীগের চারা বিতরণ আজ
পরবর্তী নিবন্ধরাউজানে বৌদ্ধ মন্দিরের জন্য ফজলে করিমের ৫০ লাখ টাকা অনুদান