আ. লীগের রাজনীতিতে পকেট কমিটির দিন শেষ

বোয়ালখালীতে ছাত্রলীগের সভায় এস এম আবুল কালাম

বোয়ালখালী প্রতিনিধি | বুধবার , ১৫ জুন, ২০২২ at ৯:১০ পূর্বাহ্ণ

দক্ষিণ জেলা আওয়ামীগের সহ-সভাপতি সাবেক রাষ্ট্রদূত এস এম আবুল কালাম বলেছেন, বোয়ালখালী তথা দক্ষিণ জেলা আওয়ামী লীগের রাজনীতিতে আমাদের সাময়িক অনুপস্থিতির সুযোগকে কাজে লাগিয়ে রাজনৈতিক ব্যবসায়ীরা এতদিন বাণিজ্য চালিয়েছে। প্রশাসনে দালালি, টেন্ডারবাজি, মনোনয়ন বাণিজ্য থেকে শুরু দল ও অঙ্গসংগঠনে পদ-পদবী পাইয়ে দেয়াসহ কোনো কিছুই বাদ যায়নি এখানে। তৃণমূল কর্মীদের বাদ দিয়ে নিজের পছন্দসই লোকদের দলের গুরুত্বপূর্ণ পদ-পদবীতে বসিয়ে দলের বারোটা বাজিয়েছে। এখানে এবার আর পকেট কমিটি দিয়ে কাজ হবে না। গত সোমবার বোয়ালখালী পৌর সদরস্থ একটি কমিউনিটি সেন্টারে উপজেলা, পৌরসভা ও কলেজ ছাত্রলীগ একাংশের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কিষাণ চৌধুরী পলাশের সভাপতিত্বে এতে প্রধান বক্তা ছিলেন আবদুল কাদের সুজন, বিশেষ অতিথি ছিলেন নুরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম হাছান।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে বিরল প্রজাতির ইন্দো-চাইনিজ রেড স্নেকস উদ্ধার
পরবর্তী নিবন্ধবিএনপি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করলে রাজপথে মোকাবেলা করা হবে