সাতকানিয়ায় জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীর সভা

| বুধবার , ১৫ জুন, ২০২২ at ৯:০৮ পূর্বাহ্ণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সাতকানিয়া উপজেলা শাখার আহ্বায়ক জামাল হোসেন বলেছেন, বর্তমান সরকার মানুষের ভোটাধিকার ছিনিয়ে নিয়ে গেছে। মানুষের ভোটাধিকার ফিরে পেতে হলে বিএনপির (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান তারেক রহমানকে বীরের বেশে দেশে ফিরিয়ে আনতে হবে। আগামীতে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন সংগ্রামের মাধ্যমে বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে হবে। তার নেতৃত্বে আন্দোলন সংগ্রামে ঝাপিয়ে পড়ে এ দেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনতে হবে। এতে সাতকানিয়া লোহাগাড়ার মানুষের ভাগ্য পরিবর্তন হবে ইনশাআল্লাহ।
গত শনিবার বিকেলে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মাদার্শা ইউনিয়নের একটি কমিউনিটি সেন্টারের হল রুমে উপজেলা ও পৌরসভা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে খতমে কুরআন, দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক নুরুল ইসলাম বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক এম.এ রহিম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুর রহিম মেম্বার, যুগ্ম আহ্বায়ক হাজী আব্দুস ছামাদ, আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ মহিউদ্দিন, মোহাম্মদ মোরশেদ, আব্দুল আলীম, সাতকানিয়া পৌরসভা বিএনপির আহ্বায়ক শওকত আলী চৌধুরী, সদস্য সচিব আবদুর রহিম, যুগ্ম আহ্বায়ক মো. ফেরদৌস, যুগ্ম আহ্বায়ক সৈয়দ বাহা উদ্দীন বুলু, রমজান আলী, শামীম সিকদার প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনন্দনকাননে জগন্নাথ দেবের স্নানযাত্রা মহোৎসব
পরবর্তী নিবন্ধ‘চাকতাই এলাকায় চাঁদাবাজি নিয়ন্ত্রণে সরকার আন্তরিক’