চসিক ও ব্লমবার্গ ফিনেল থ্লোফিসের সাথে সড়ক নিরাপত্তা বিষয়ে এক মতবিনিময় সভা গতকাল মঙ্গলবার টাইগারপাসস্থ নগর ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চসিক মেয়র মো. রেজাউল করিম চৌধুরী। আলোচনায় অংশ গ্রহণ করেন সিএমপি অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ, উপ-পুলিশ কমিশনার জয়নাল আবেদীন, প্রকৌশলী মো. জাহিদ হোসাইন, সাদিকুর জ্জামান ভূঁইয়া, খালেদ মাহমুদ, প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, মোহাম্মদ আবুল হাসেম, ব্লমবার্গ ফিনেল থ্লোফিসের পরিচালক ক্যালি লারসন, জিআরএসপি ম্যানেজার তাইফুর রহমান, ডব্লিউআরআই প্রতিনিধি ধাওয়াল আছার, প্রিয়াংকা শুক্লান, চেতন পাদ্মাকার, কানিজ ফাতেমা, টম কোরাল, ইলেনা ভেন ডি ব্লাক, মো. নাসির উদ্দিন, জিয়াও জিং ওফাং, আবদুল গফুর এম বাছানি, নিশাত প্যাটেল, ড. সেলিম মাহমুদ চৌধুরী, কাজী বোরহান উদ্দিন প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আলম।
প্রধান অতিথি বলেন, সড়কে দুর্ঘটনা এড়াতে গাড়ির গতি নিয়ন্ত্রনের পাশাপাশি সড়ক ব্যবহারকারীদের তথা পথচারী ও সবধরণের যানবাহনের চালকদের মধ্যে সচেতনতা সৃষ্টি করা জরুরী। তিনি বলেন, ট্রাফিক আইন আছে কিন্ত প্রয়োগের বিষয়টি যথাযথ হয়না বিধায় সড়ক দুর্ঘটনারোধ করা সম্ভব হচ্ছে না। এলক্ষ্যে চসিক ব্লমবার্গ ফিনেল থ্লোফিসের সাথে ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে গতকাল মঙ্গলবার এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।তিনি বলেন, নিরাপদ সড়ক ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে সিএম পি , সড়ক ও জনপদ, বিআরটিএসহ সংশ্লিষ্ট সবসংস্থার সমন্বয়ের প্রয়োজন। সড়ক নিরাপত্তা নিশ্চিতে পরিবহণ মালিক, শ্রমিক, যাত্রী সড়ক আইন ও বিধিবিধান মানতে হবে।
ব্লমবার্গ ফিনেল থ্লোফিসের পরিচালক ক্যালি লারসন বলেন, সড়ক নিরাপত্তা সারা বিশ্ব গুরুত্ব দিয়ে অনুধাবন করছে। সড়ক নিরাপত্তা নিয়ে আমরা ৫০টিরও বেশি দেশে কাজ করছি। ইতোমধ্যে আমরা ঢাকা সিটি কর্পোরেশনের সাথে মতবিনিময় ও করনীয় নিয়ে আলোচনা করছি। চসিক এলাকায় সড়ক নিরাপত্তার বিষয়ে ১৬টি স্থানের উপর পরীক্ষা নিরীক্ষা করা হয়। চালক ও পথচারীদের অসতর্কতা, ফিটনেস বিহীন যানবাহন, অনুপযুক্ত সড়ক সর্বোপরি গতি নিয়ন্ত্রণে অবসাবধানতার কারণে বেশিরভাগ দুর্ঘটনা সংঘটিত হয়। তিনি ট্রাফিক ব্যবস্থা আধুনিকীকরণ এবং রাস্তা যানচলাচল নির্বিঘ্ল করার জন্য ফুটপাতে পথচারীদের চলাচল নির্বিঘ্ন করা এবং সর্বসাধারণের ট্রাফিক আইনের ধারনা থাকা এবং তা বাস্তবায়নের ব্যবস্থাও বাঞ্চনীয় বলে অভিমত ব্যক্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি।