এসএসসি পরীক্ষার পর ২৪ ঘণ্টার পরিবহন ধর্মঘটের হুঁশিয়ারি

পরিবহন মালিক শ্রমিক

আজাদী প্রতিবেদন | বুধবার , ১৫ জুন, ২০২২ at ৮:৩২ পূর্বাহ্ণ

চট্টগ্রামের পরিবহন সেক্টরে নৈরাজ্যের জন্য গোলাম রসুল বাবুল নামে একাংশের পরিবহন নেতাকে দায়ী করে তার এবং তার সহযোগীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন পরিবহন মালিক শ্রমিক নেতৃবৃন্দ। অন্যথায় এসএসসি পরীক্ষার পর চট্টগ্রামে ২৪ ঘণ্টার পরিবহন ধর্মঘট পালন করা হবে বলে ঘোষণা দেন তারা।
গতকাল মঙ্গলবার বেলা দেড়টার দিকে চট্টগ্রাম প্রেসক্লাবে চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপ আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে নেতৃবৃন্দ এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। এ সময় তারা চট্টগ্রামের পরিবহন খাতে চাঁদাবাজি ও নৈরাজ্য কোনোভাবেই বরদাশত করা হবে না বলে জানিয়ে দেন।
চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি খোরশেদ আলমের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন গ্রুপের মহাসচিব মঞ্জুরুল আলম মঞ্জু। তিনি বলেন, সম্প্রতি চট্টগ্রামের পরিবহন সেক্টরে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। গত ১২ জুন কদমতলীতে অবস্থিত আন্তঃজেলা বাস টার্মিনাল কার্যালয়ে গোলাম রসুল বাবুলের প্ররোচনায় এবং কয়েকজন বহিরাগত চাঁদাবাজের আক্রমণে সংগঠনের কয়েকজন মালিক ও শ্রমিক আহত হয়েছেন। এ সময় সাধারণ শ্রমিকদের প্রতিরোধে চাঁদাবাজরা ওই এলাকা ত্যাগ করতে বাধ্য হয়। এ ঘটনায় সমিতির ব্যাপক ক্ষতি হয়। পরে অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিরাপত্তা নিশ্চিত করে।
গোলাম রসুল বাবুলকে গাড়িবিহীন গাড়ি মালিক হিসেবে আখ্যায়িত করে সংবাদ সম্মেলনে বলা হয়, ওই গোলাম রসুল বাবুল ইতিমধ্যে চট্টগ্রামের বিভিন্ন পরিবহন মালিক সমিতির কর্মকান্ডে হস্তক্ষেপ করে অরাজকতা সৃষ্টির অপচেষ্টা করেছেন, কাজে বিঘ্ন ঘটিয়েছেন। এ কারণে পরিবহনের প্রকৃত মালিক-শ্রমিকরা তাকে পরিবহন সেক্টরে অবাঞ্ছিত ঘোষণা করেছেন। তার বিদায়ের পর গণপরিবহনে শান্তি ফিরে আসে। বন্ধ হয় চাঁদাবাজিও। এখন সেই চাঁদাবাজ গোলাম রসুল বাবুল ও তার সাঙ্গপাঙ্গরা আবারও পরিবহন সেক্টরে অপতৎপরতা শুরু করেছে। এজন্য আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবি জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে আরো বলা হয়, চট্টগ্রামে শান্তিপূর্ণভাবে গণপরিবহন নিয়ন্ত্রিত হয় বিধায় কোনো সংগঠনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ নেই। তবে ওই গোলাম রসুল বাবুলের বিরুদ্ধে বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও পত্রপত্রিকায় একাধিক রেকর্ড রয়েছে। তাই শান্তিশৃঙ্খলা বজায় রেখে সাধারণ মালিক শ্রমিকদের স্বার্থ রক্ষার্থে এসব বেআইনি কার্যকলাপে লিপ্ত বাবুলদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আন্তঃজেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. কফিল উদ্দিন, মালিক গ্রুপের সভাপতি মো. খোরশেদ আলম, অতিরিক্ত মহাসচিব মো. হাসান চৌধুরী, চট্টগ্রাম আঞ্চলিক শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. মুছা, আন্তঃজেলা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. ইমাম শরীফ, রাঙামাটি মোটর মালিক সমিতির সভাপতি মো. সৈয়দ হোসেন ও সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সড়ক পরিবহন মালিক গ্রুপের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহজাহান, আঞ্চলিক শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. অলি আহমেদ প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধপদ্মা সেতুর উদ্বোধন ঘিরে পুলিশে সর্বোচ্চ সতর্কাবস্থা
পরবর্তী নিবন্ধবিভিন্ন প্রতিষ্ঠানকে এক লাখ ১৬ হাজার টাকা জরিমানা