কক্সবাজারে ইয়াবা পাচার মামলায় যুবকের ১০ বছরের কারাদণ্ড

কক্সবাজার প্রতিনিধি | মঙ্গলবার , ১৪ জুন, ২০২২ at ৯:০৭ অপরাহ্ণ

কক্সবাজার আদালতে ইয়াবা পাচার মামলায় টেকনাফের এক যুবককে ১০ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। একই সঙ্গে আসামীকে এক লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদণ্ড দেয় আদালত।

আজ মঙ্গলবার(১৪ জুন) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আব্দুল্লাহ আল মামুন এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামী মোহাম্মদ হোসেন টেকনাফের হ্নীলা ইউনিয়নের আলী আহমদের ছেলে।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রনজিত দাশ জানান, ২০১৩ সালে ৯ হাজার ৮৫০ পিস ইয়াবাসহ আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়েছিল মোহাম্মদ হোসেন। এ ঘটনায় টেকনাফ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত এ রায় ঘোষণা করে। মামলায় মোট সাত জনের সাক্ষ্য নেওয়া হয়।

পূর্ববর্তী নিবন্ধশেষ পরীক্ষা দিতে না পেরে চুয়েটে শিক্ষার্থীদের বিক্ষোভ
পরবর্তী নিবন্ধচুয়েট খুলবে ২২ জুন