ফুটপাতে হাঁটার সময় ট্রাকচাপায় পথচারী নিহত

কক্সবাজার-টেকনাফ সড়কের রামুর পানের ছড়া বাজার

রামু প্রতিনিধি | মঙ্গলবার , ১৪ জুন, ২০২২ at ৬:০২ অপরাহ্ণ

কক্সবাজার-টেকনাফ সড়কের রামুর পানের ছড়া বাজারে ট্রাকচাপায় কোরবান আলী(২৮) নামের এক পথচারী ঘটনাস্থলে নিহত হয়েছে। এসময় আহত হয় আরো একজন।

আজ মঙ্গলবার(১৪ জুন) বেলা ২টায় বাজারের পার্শ্ববর্তী ব্রিজের উপর এ ঘটনা ঘটে।

নিহত কোরবান আলী রামুর দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের খরুলিয়ার ছড়া এলাকার নুরুল আলমের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পানের ছড়া বাজারের পার্শ্ববর্তী ব্রিজের ফুটপাতে হাঁটার সময় কোরবান আলীকে টেকনাফ থেকে কক্সবাজারমুখী একটি ট্রাক চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন।

রামু হাইওয়ে ক্রসিং থানার ওসি মেজবাহ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পানের ছড়া বাজার সংলগ্ন ব্রিজের ফুটপাত দিয়ে হেঁটে যাওয়ার সময় কোরবান আলীকে কক্সবাজারমুখী একটি ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

এসময় ঘটনাস্থলে উপস্থিত লোকজন এগিয়ে গেলে ট্রাকের চালক ও সহকারী পালিয়ে যায়। পরে ট্রাকের নিচ থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। তিনি জানান, দুর্ঘটনা কবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধউত্তেজনার মাঝে চুয়েট বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ
পরবর্তী নিবন্ধনন্দনকানন শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা