মীরসরাইয়ে ক্রেনের ধাক্কায় শ্রমিকের মৃত্যু

মীরসরাই প্রতিনিধি | মঙ্গলবার , ১৪ জুন, ২০২২ at ৮:১৮ পূর্বাহ্ণ

 

 

মীরসরাই অর্থনৈতিক অঞ্চলে একটি প্রতিষ্ঠানে কাজ করার সময় ক্রেনের ধাক্কায় লোহার বীমের উপর পড়ে রাসেল মিয়া (২২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দুপুরে মর্ডান সিনটেঙ লিমিটেড প্রজেক্টের অভ্যন্তরে এই দুর্ঘটনা ঘটে। নিহত রাসেল মিয়া গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার গড়ানআতা গ্রামের মৃত আহম্মদ কুদ্দুসের পুত্র।

এ বিষয়ে মর্ডান সিনটেক্স কারখানার প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম জানান, ঘটনার দিন সকালে আমাদের কারখানা নির্মাণ প্রকল্পে কাজ করার সময় স্টীল জয়েন্ট করতে গিয়ে রাসেল নামের এক শ্রমিক ক্রেনের ধাক্কায় লোহার ভীমের বেজপ্লেটের উপর পড়ে মাথা ফেটে গিয়ে গুরুতর জখম হয়। উদ্ধার করে স্থানীয় মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জোরারগঞ্জ থানার উপপরিদর্শক আবুল খায়ের বলেন, মীরসরাই অর্থনৈতিক জোনের কারখানা শ্রমিকের মৃত্যুর খবর পেয়ে লাশ উদ্ধার করেছি। পোর্স্ট মর্টেম শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে জোরারগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে হিজড়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার
পরবর্তী নিবন্ধবীরকন্যা প্রীতিলতা ট্রাস্টের ধলঘাট যুদ্ধ দিবস স্মরণ