বেসরকারি আইসিডিগুলো শহরের বাইরে সরিয়ে নিতে সুজনের আহ্বান

| মঙ্গলবার , ১৪ জুন, ২০২২ at ৮:১৭ পূর্বাহ্ণ

 

লোকালয়ে আইসিডি, জনমনে আতংক, দায় কারমন্তব্য করেছেন নাগরিক উদ্যোগের প্রধান উপদেষ্টা এবং চসিকের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন। গতকাল সোমবার প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এ মন্তব্য করেন। সুজন বলেন, বেসরকারি উদ্যোক্তাদের নানারকম সুযোগ সুবিধা দিয়ে আসছে বর্তমান সরকার। এ শিল্পকে বাঁচিয়ে রাখতে বেসরকারি আইসিডিগুলো শহরের বাইরে সরিয়ে নেওয়ার জন্য আহ্বান জানান তিনি। বিএম কন্টেনার ডিপোতে যে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে তার দায় কি কাস্টমস এবং বন্দর কর্তৃপক্ষ কোনোভাবেই এড়াতে পারবে সে প্রশ্ন রেখে সুজন বলেন সেখানে যে এতোগুলো রাসায়নিক পণ্য ভর্তি কন্টেনার ছিল এবং ঐ কন্টেনারগুলো রাখার উপযুক্ত পরিবেশ সেখানে ছিল কিনা তার তদারকির দায়িত্ব ছিল কাস্টমস কর্তৃপক্ষের। কিন্তু দেখা যাচ্ছে যে কাস্টমস কর্তৃপক্ষ তার দায়িত্ব পালনে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছেন। চট্টগ্রাম বন্দরের আইনকে সম্পূর্ণরূপে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ঘনবসতিপূর্ণ এলাকায় এসব আইসিডি চট্টগ্রাম শহরকে চারিদিক থেকে রুদ্ধ করে ফেলেছে। আবাসিক এলাকায় গড়ে উঠা এসব আইসিডির শব্দ দূষণের কারণে মানুষের রাতের ঘুম হারাম হয়ে গিয়েছে। বিএম ডিপোর বিস্ফোরণের পর জনমনে আতংক ছড়িয়ে পড়েছে। মানুষ এ আতংক থেকে বাঁচতে চায়। তাই আর অবহেলা নয়, এখনই কঠোর সিদ্ধান্ত নিতে হবে। বন্দর এবং কাস্টমস কর্তৃপক্ষকে শক্ত হাতে এ সিদ্ধান্ত বাস্তবায়নে উদ্যোগী হতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাসায়নিক রাখার তথ্য গোপন করায় বিস্ফোরণে হতাহতের সংখ্যা বেড়েছে
পরবর্তী নিবন্ধ‘মানুষের পরিবর্তনের পেছনের কারণ খুঁজতে হবে’