বোয়ালখালীতে সড়ক উদ্বোধন

| মঙ্গলবার , ১৪ জুন, ২০২২ at ৮:১৫ পূর্বাহ্ণ

 

বোয়ালখালী পৌরসভার নিজস্ব অর্থায়নে ৬নং ওয়ার্ডস্থ খায়ের মঞ্জিল হতে ঈসা মঞ্জিল সড়কের আরসিসি ঢালাই কাজের উদ্বোধন করা হয়। গতকাল সোমবার প্রধান অতিথি হিসেবে সড়কের কাজের উদ্বোধন করেন পৌর মেয়র মো. জহুরুল ইসলাম জহুর। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সি. সহসভাপতি রেজাউল করিম বাবুল, পৌরসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. জাকারিয়া, প্রেস ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম, কাউন্সিলর হাজী মো. নাছের আলী, কাউন্সিলর জোবাইদা বেগম, প্রকৌশলী কামরুজ্জামান, মনিরুল ইসলাম হোসাইনী। এছাড়াও ঠিকাদারি প্রতিষ্ঠানের মেসার্স ইরফানুল করিম সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মেয়র জহুরুল ইসলাম বলেন, পৌর এলাকার অনেক সড়ক দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় জনসাধারণের চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে। আমি দায়িত্ব নেয়ার পর থেকে কাউন্সিলরদের সহযোগিতায় প্রতিটি সড়ক সংস্কারের উদ্যোগ নিয়েছি, ইতিমধ্যে অনেক সড়ক সংস্কার হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমোজাফ্‌ফর আহম্মদ চৌধুরী
পরবর্তী নিবন্ধপাথরঘাটা শান্তনেশ্বরী মাতৃমন্দিরে জগন্নাথদেবের স্নানযাত্রা আজ