বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রাথমিক বিদ্যালয় পর্যায়ের খেলা গতকাল রাঙ্গুনিয়ায় শুরু হয়েছে। উপজেলার চন্দ্রঘোনা স্কুল মাঠে প্রাথমিক শিক্ষা পরিবার আয়োজিত টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামীলীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ও চন্দ্রঘোনা–কদমতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ইদ্রিচ আজগর। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. জামাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চন্দ্রঘোনা–কদমতলী ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, চন্দ্রঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি আব্দুল কাদের।