চবি প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতি ৮২’র সাধারণ সভা

| মঙ্গলবার , ১৪ জুন, ২০২২ at ৭:৫০ পূর্বাহ্ণ

 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাক্তন ছাত্রছাত্রী সমিতি ৮২ (১৪তম ব্যাচ) এর বার্ষিক সাধারণ সভা গত শনিবার অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি অধ্যক্ষ মীর কফিল উদ্দীন। সমিতির সাধারণ সম্পাদক শাহীন সুলতানা কাজলের পরিচালনায় এতে অতিথি ছিলেন সমিতির সাবেক সভাপতি রাশেদ মনোয়ার, হুমায়ুন কবির চৌধুরী কাঞ্চন, সাবেক সাধারণ সম্পাদক মো. শাহ আলম, সাইফুদ্দীন আহমদ সাকী।

আয় ব্যয় রিপোর্ট পেশ করেন সমিতির অর্থ সম্পাদক অধ্যাপক ফরমুজুল হক। সম্পাদকীয় প্রতিবেদন পেশ করেন সমিতির সাধারণ সম্পাদক শাহীন সুলতানা কাজল। সভার ২য় পর্যায়ে সমিতির নতুন কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটিতে প্রফেসর ফরজুমুল হক ফারুককে সভাপতি, মো. মুছাকে সাধারণ সম্পাদক করে ৩০ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়।

সভায় বক্তারা বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অতীতের ধারাবাহিকতায় কাজ করে চলেছে। বন্ধুত্বের বন্ধনে এ সংগঠন সবসময় চবিয়ানদের পাশে থেকে কাজ করে চলেছে। করোনাকালীন সংকটে ৮২ সমিতির নেতৃবৃন্দ দুঃস্থ মানুষের পাশে ছিলেন। সভার শুরুতে করোনায় আক্রান্ত সমিতির প্রয়াত নেতৃবৃন্দ ও সীতাকুণ্ডে অগ্নিদুর্ঘটনায় নিহত সকলের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচাট্‌গাঁইয়্যা নওজোয়ানের বার্ষিক সাধারণ সভা
পরবর্তী নিবন্ধমহানবীর (দ.) অবমাননা মুসলিম বিশ্ব সহ্য করবে না