এম এ হান্নানের আদর্শকে ধারণ করে এগিয়ে যেতে হবে

স্মরণসভায় বক্তাদের অভিমত

| সোমবার , ১৩ জুন, ২০২২ at ৯:১২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেছেন, আমরা আমাদের মুক্তিযুদ্ধের স্মৃতি, ঐতিহ্য এবং ঘটনাবলীর চিহ্ন ভুলে গেছি। এই কারণে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী অপশক্তি আবার ফণা তুলেছে। এই বিষদাঁত ভেঙে দিতে হলে এম.এ হান্নানের বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা পাঠ বার বার শুনতে হবে। গতকাল চট্টগ্রামের প্রেস ক্লাব বঙ্গবন্ধু হলে মরহুম এম.এ হান্নানের ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুস সালাম বলেছেন, মরহুম এম.এ হান্নানের আদর্শ ও অবদানকে স্মরণ করেই আমাদেরকে সামনের দিকে এগুতে হবে। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ.জ. ম নাছির উদ্দীন বলেন, স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্র থেকে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণার বার্তাটি বিশ্ববাসীকে পৌঁছে দিয়েছিলেন মরহুম এম.এ হান্নান। এই সত্যটিকে স্বীকার করতেই হবে। চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেন, এম. এ হান্নান ইতিহাসের পাতায় আছে। তাঁকে বাঁচিয়ে রাখতে হবে।
উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান আতার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি নঈম উদ্দিন, উত্তর জেলার সহ-সভাপতি মো. আবুল কালাম আজাদ, আবু সাঈদ, মহিউদ্দিন রাশেদ, আবুল কাশেম চিশতি, শফর আলী, দেবাশীষ পালিত, জসিম উদ্দিন শাহ্‌, এড. জহির উদ্দিন, প্রদীপ দাশ, হাসান মো. শমসের, মশিউর রহমান, দিদারুল আলম চৌধুরী, নুরুল আবছার চৌধুরী, আবদুল কাদের সুজন, ডা. তিমির বরণ চৌধুরী, নাজিম উদ্দিন তালুকদার, জাফর আহমদ, সাহেদ সরোয়ার শামীম, ছিদ্দিক আলম, শামীমা হারুন লুবনা, এড. বাসন্তী প্রভা পালিত প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে বন্দুকসহ আটক ২
পরবর্তী নিবন্ধশ্যালক হত্যার দায়ে দুলাভাই গ্রেফতার