চট্টগ্রাম মঞ্চ সংগীত শিল্পী সংস্থার ১৪ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান জেলা শিল্পকলা একাডেমিতে সংস্থার সভাপতি আলাউদ্দিন তাহেরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাড. মো. কামরুল আযম চৌধুরী টিপু ও সামিনা সাফা চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনি। বিশেষ অতিথি ছিলেন কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনী, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড.এ.এইচ.এম জিয়াউদ্দিন। বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু, সুজিত রায়, শেখ শহিদুল আনোয়ার, কায়সারুল আলম প্রমুখ। প্রধান অতিথি বলেন, বাংলাদেশ হাজার বছরের বর্ণিল ও বিচিত্র সংস্কৃতির অপরূপ লীলাভূমি। চট্টগ্রামের সংস্কৃতির ঐতিহ্য প্রাচীনকালের। যা আমাদের অন্যতম শক্তি। এই সংস্থার শিল্পীরা সঙ্গীতের পাশাপাশি সামাজিক, সমাজসেবা, মানবিক কর্মকাণ্ডেও অগ্রণী ভূমিকা রেখে চলেছে। সুস্থ সংস্কৃতি, শুদ্ধ সঙ্গীত চর্চা ও সুন্দর বাংলাদেশ গড়তে চট্টগ্রাম মঞ্চ সংগীত শিল্পী সংস্থা সবসময় কাজ করে যাবে। তিনি চট্টগ্রামের শিল্পীদের যে কোন কর্মকাণ্ডে তাঁর সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। প্রেস বিজ্ঞপ্তি।