কর্ণফুলীর চরপাথরঘাটা নবীন-প্রবীণের ভোট যুদ্ধ

পটিয়া প্রতিনিধি | সোমবার , ১৩ জুন, ২০২২ at ৮:১৩ পূর্বাহ্ণ

কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়ন পরিষদ নির্বাচন বেশ জমে উঠেছে। আগামী ১৫ জুন অনুষ্ঠেয় এ নির্বাচনে নৌকা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. সেলিম হক। অপরদিকে তার শক্তিশালী প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাবেক চেয়ারম্যান শিল্পপতি ছাবের আহমদ আনারস প্রতীক নিয়ে নির্বাচন করছেন।
শক্তিশালী এ দুই চেয়ারম্যান প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতায় বেশ জমে উঠেছে উৎসবমুখর নির্বাচনী পরিবেশ। শেষ হাসি কে হাসছেন নবীন যুদ্ধা সেলিম হক নাকি প্রবীণ ও অভিজ্ঞ হাজী ছাবের? এ নিয়ে চলছে ভোটারদের মধ্যে চুল ছেড়া বিশ্লেষণ।
সকাল থেকেই দুই প্রার্থীর উঠান বৈঠক, গণসংযোগ, প্রচার পত্র বিলি, মাইকিংসহ নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন তারা। এর আগে নৌকা প্রতীক পেতে দুজনই কেন্দ্রে ও মন্ত্রী পাড়ায় বেশ লবিং চালালেও তরুণ সেলিম হকই শেষ পর্যন্ত নৌকার টিকিট নিশ্চিত করেন। এরপর বেঁকে বসেন সাবেক ইউপি চেয়ারম্যান ও নৌকা টিকেটে নির্বাচিত সাবেক চেয়ারম্যান ছাবের আহমদ। বর্তমানে তিনি নৌকার মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে আনারস প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে নির্বাচনে লড়ছেন।
এদিকে কর্ণফুলী উপজেলা নির্বাচন কর্মকর্তা আবদুচ শুক্কুর জানান, চরপাথরঘাটা ইউপি নির্বাচনের সার্বিক প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। এখানে মোট ভোটার সংখ্যা ২২ হাজার আটশত ছিয়াশি। এর মধ্যে নারী ভোটার ১০ হাজার আটশত বিয়াল্লিশ ও পুরুষ ভোটার ১২ হাজার চুয়াল্লিশটি এবং ভোট কেন্দ্র ৯টি। ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আজ সোমবার উপজেলার ৯টি কেন্দ্রে ইভিএম সম্পর্কে জনগণকে ধারণা দিতে ও উদ্বুদ্ধ করতে সকাল ৯ থেকে ৫টা পর্যন্ত মগ ভোটের আয়োজন করা হয়েছে বলেও তিনি জানান। কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) দুলাল মাহমুদ বলেন, চরপাথরঘাটায় ইউপি নির্বাচনে আইন-শৃঙ্খলা বজায় রাখতে সার্বিক প্রস্তুতি নেয়া হয়েছে। কি পরিমাণ আইন-শৃঙ্খলা বাহিনী কাজ করবে তা নির্ধারণের জন্য কাজ করা হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধট্রাকে বালুর নিচে মদের বস্তা
পরবর্তী নিবন্ধথানচির পাঁচ পাড়ায় ডায়রিয়ার প্রাদুর্ভাব