বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে হামলার শিকার

আজাদী প্রতিবেদন | রবিবার , ১২ জুন, ২০২২ at ৮:০৩ পূর্বাহ্ণ

নগরীতে অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মারধরের শিকার হয়েছেন বিদ্যুৎ বিভাগের (ষোলশহর বিতরণ বিভাগ) কর্মকর্তাকর্মচারীরা। গতকাল দুপুর ১টার দিকে বায়েজিদ বোস্তামী থানাধীন ওয়াজেদিয়া নেজামে হামজা আলী হোসেন মিস্ত্রির বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিউবো ষোলশহর বিক্রয় ও বিতরণ বিভাগের সহকারী প্রকৌশলী মো. শাখাওয়াত হোসেন চৌধুরী বাদি হয়ে একটি মামলা দায়ের করেছেন। মামলার দুজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন বায়েজিদ বোস্তামী থানার ওসি মো. কামরুজ্জামান।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, অবৈধ সংযোগের মাধ্যমে বিদ্যুৎ ব্যবহারের তথ্য পেয়ে স্টাফদের নিয়ে মো. জাহাঙ্গীরের বাসায় সংযোগ বিচ্ছিন্ন করতে যান বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, ষোলশহর বিতরণ বিভাগের সহকারী প্রকৌশলী মো. শাখাওয়াত হোসেন চৌধুরী। এ সময় আসামিরা তাদের উপর হামলা করে জখম করে। পুলিশে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ হাজির হয়। এ সময় মো. দিদার ও আশরাফ উদ্দিন নামে দুজনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। পরে এ ঘটনায় সহকারী প্রকৌশলী মো. শাখাওয়াত হোসেন চৌধুরী বাদি হয়ে ৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ১৪/১৫ জনকে আসামি করে মামলা করেন। এর মধ্যে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বায়েজিদ থানার ওসি মো. কামরুজ্জামান মামলা ও গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন।

পূর্ববর্তী নিবন্ধখালেদা জিয়ার মাইল্ড হার্ট অ্যাটাকের পর বসানো হয়েছে রিং
পরবর্তী নিবন্ধবিস্ফোরণের কারণ খোঁজার চেষ্টায় সিআইডি