টিকটকে জনি ডেপ, ফলোয়ারের বন্যা

| শনিবার , ১১ জুন, ২০২২ at ৭:১৮ পূর্বাহ্ণ

জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে অ্যাকাউন্ট খুলেছেন ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ তারকা জনি ডেপ, ৩০ লাখের বেশি ফলোয়ার তিনি পেয়ে গেছেন মাত্র ২৪ ঘণ্টায়। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার একটি আদালতে সাবেক স্ত্রী অ্যাম্বার হার্ডের বিরুদ্ধে আনা মানহানি মামলায় জয়ী হওয়ার পর গত সপ্তাহে টিকটকে আসেন ৫৮ বছর বয়সী অভিনেতা ডেপ। খবর বিডিনিউজের।

পরে একটি ভিডিও পোস্ট করেছেন তিনি, টিকটকে সেই ভিডিও তিনি উৎসর্গ করেছেন ভক্তদের। ‘নিরবচ্ছিন্ন’ সমর্থন দিয়ে যাওয়ায় ভক্ত সমর্থকদের ধন্যবাদও জানিয়েছেন। হার্ডের বিরুদ্ধে মামলার শুনানি চলার সময় আদালতের বাইরে ভক্তদের অপেক্ষা করার দৃশ্য এসেছে ওই ভিডিওতে। সেখানে দেখা যায়, ভক্তরা তাদের প্রিয় অভিনেতার সমর্থনে নানা কথা লেখা ব্যানার ধরে আছেন, জনি ডেপ তাদের উদ্দেশে হাত নাড়ছেন। অভিনয়ে আসার আগে গান গাইতেন জনি ডেপ, সেই চর্চা এখনও ছাড়েননি।

মামলার শুনানির শেষ দিকে যুক্তরাজ্যে বন্ধু জেফ বেকের সঙ্গে একটি কনসার্টেও তিনি পারফর্ম করেন। সেই ভিডিও তিনি টিকটকে শেয়ার করেছেন আরেকটি ক্লিপে। গানের অনুশীলন এবং গান নিয়ে অন্যান্য কাজের কিছু মুহূর্তও প্রকাশ করেছেন।

পূর্ববর্তী নিবন্ধগাঁটছড়া বাঁধলেন নয়নতারা
পরবর্তী নিবন্ধইনস্টাগ্রামে এক পোস্টের জন্য সামান্থার আয় কোটি টাকা!