তারা কেন বুঝে না, তাদের অভূতপূর্ব আবিস্কারের জন্য আমরা মানব জাতিরা কৃতজ্ঞতা প্রকাশ করি না। ধন্যবাদ দিই না, ঋণীও থাকি না। চুপচাপ তাদের সাফল্য আমরা গ্রহণ করে বেঁচে থাকি। কৃষিখাত, ঔষধ, চিকিৎসা, প্রকৃতিক দুর্যোগ মোকাবেলার জন্য আধুনিক যন্ত্রপাতি সব জায়গায় তাদের জ্ঞানের প্রসারতা দিয়ে হাজার রকম আবিষ্কার করে চলেছে নিরলস। আমরা ক‘জন তাদের নাম জানি, তাদের মুখটা চিনি? তাদের কষ্টের যথাযথ মূল্যায়ন করি? সব শেষ আতংক করোনায় ধ্বংস হতে চলা পৃথিবীকে মাত্র কয়েক মাসের মধ্যে আশ্চর্য সাফল্য এনে দিলো যারা তাদের আমরা দিনে কয়বার স্মরণ করি? এই যে ক্যানসারের ঔষধ আবিষ্কার করা হলো আমরা কি জানি কে বা কারা কতোদিনের পরিশ্রমে মানব জীবন রক্ষায় এমন আবিস্কার করেছে? প্রকৃত পক্ষে কোনটা জরুরি? মানব জীবন সুন্দর সুষ্ঠু হওয়া না? আমাদের কোথায় বেশি সময়, অর্থ বিনিয়োগ জরুরী?